বেহাল নিকাশী কৃষি জমির অতিরিক্ত জল পাশ করার ক্যানেল। ফলে জলের তলায় ফসল ডেবরা ব্লক জুড়ে একাধিক মৌজায়। পুকুরে পরিণত হয়েছে গ্রামীণ রাস্তা। টিউবে চাপিয়ে প্রসূতি মা’কে নিয়ে যেতে হলো দেড় কিলোমিটার পথ। সেখানে তখন দাঁড়িয়ে আশা কর্মীরা। এই ঘটনা শনিবার দুপুরে দেখা গেলো ডেবরা ব্লকের বাড়াগড় মৌজায়। প্রসাশনকে জানিয়েও কোনো লাভ নেই। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন সকালে আচমকা অসুস্থ বোধ করতে থাকেন সদ্য মা। রাস্তা ডুবে রয়েছে জলে। চালানো যাবে না কোন যান বাহন। সড়ক রাস্তায় তখনও এম্বুলেন্স দাঁড়িয়ে। খবর পেয়ে হাজির আশা কর্মীও। শেষ পর্যন্ত, টিউবে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থকে।
গ্রামের মানুষের অভিযোগ চাষের জমির অতিরিক্ত জল পাশ হওয়ার ক্যানেল মজে যাওয়ায় গ্রামের রাস্তা ঘাটে কোমর সমান জলে ডুবে, তাই এই বিপত্তি। একটু ভারী বৃষ্টি হলেই গ্রাম সমেত রাস্তাঘাট ডুবে যায় প্রতিবছরই।
তথ্য বলছে, ২০০৯ সালে ক্যানেলটি সংস্কার হয়। তারপর দীর্ঘ ১৫ বছর আর সংস্কার না হওয়া যেমন একটি কারণ, তেমনি ৬ লেনের ৬ নম্বর জাতীয় সড়ক বোম্বে রোড নির্মানের সময় তার দুই ধারে যে নয়নজুলি সহ জল পাশের ক্যানেল ছিলো তা আর নির্মাণ করেনি জাতীয় সড়ক নির্মাণ সংস্থা। আর রাজ্য সরকার ও তার প্রসাশনও নির্বিকার। ফলে অতি বৃষ্টি হলেই ডেবরা খড়্গপুর গ্রামীণ, নারায়নগড় এই ব্লকগুলির চাষের জমিতে জল জমে ফসল যেমন নষ্ট করে তেমনি বহু এমন গ্রাম আছে তাদের রাস্তাঘাটও জলে ডুবে যায়।
টিউবে বসিয়ে হাসপাতালে সদ্য হওয়া মা হওয়া রোগীকে নিয়ে যাওয়ার বিষয়ে অঞ্চলের প্রধান পূর্নিমা ভূঁইয়া বলেন, ‘‘খুবই মর্মান্তিক ঘটনা। আমি নতুন এই পদে এসেছি। বিডিওকে জানাবো এই সমস্যা সমাধানে দ্রুত নিকাশি ব্যাবস্থা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়।’’
Debra
জলমগ্ন ডেবরা, টিউবে বসে হাসপাতালে সদ্য মা
×
Comments :0