শনিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন রোনাল্ডো। পোল্যান্ডের বিরুদ্ধে ড্রাগো স্টেডিয়ামে পোল্যান্ডকে ৫ - ১ গোলে হারালো পর্তুগাল। ৭২ মিনিটে পেনাল্টি ও ৮৭ মিনিটে একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন রোনাল্ডো। দ্বিতীয় গোলটি করে রিয়ালের হয়ে জুভেন্টাসের বিরুদ্ধে গোলের স্মৃতি ফেরালেন রোনাল্ডো। নিজের ক্যারিয়ারে মোট ৯১০ টি গোল করে রেকর্ড গড়লেন সি আর সেভেন। স্পোর্টিং লিসবনের হয়ে ৫ টি , ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ টি , রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ টি জুভেন্তাসের হয়ে ১০১ , আল নাসেরের হয়ে ৭৪ এবং পর্তুগালের হয়ে ১৩৫ টি গোল করে মোট ৯১০ গোলের মালিক ক্রিস্টিয়ানো। তার পরেই রয়েছেন লিও মেসি। আর্জেন্টিনার হয়ে তার গোলের সংখ্যা ১১২ । নেশনস লিগের অন্যান্য ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে ২ -১ গোলে জয় পেলো স্পেন। বেলারুশকে ২ -০ গোলে হারালো নর্দার্ন আয়ারল্যান্ড । জিব্রাল্টার ও সান মারিনোর মধ্যে খেলা ১ - ১ গোলে শেষ হল। লুক্সেমবার্গকে ১ -০ গোলে হারালো বুলগেরিয়া। ক্রোয়েশিয়াকে ১ -০ গোলে হারালো স্কটল্যান্ড।
Ronaldo
৯১০ গোল রোনাল্ডোর , জয় পেলো স্পেনও
×
Comments :0