Sandip Ghosh

২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেপাজত সন্দীপের

রাজ্য

সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠলো আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এদিন সিবিআইয়ের পক্ষ থেকে আর জি কর দুর্নীতি কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হয়। মঙ্গলবার সকালে সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন জানানো হয় সন্দীপ সহ এই কাণ্ডে ধৃত চার জনকে ভার্চুয়ালি পেশ করার জন্য। কিন্তু আদালতের পক্ষ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। 

সিবিআইয়ের পক্ষ থেকে এদিন সন্দীপ সহ বাকিদের হেপাজতে নেওয়ার কোন আবেদন জাননো হয়নি। সিবিআইয়ের বিশেষ আদালতের পক্ষ থেকে সন্দীপ সহ চারজনকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি শেষে সন্দীপকে যখন বার করে আনা হচ্ছে তখন তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা আইনজীবীরা। মহিলা আইনজীবীদের অভিযোগ পুলিশ তাদের জোর করে সড়িয়ে দিয়েছে বিক্ষোভ দেখানোর সময়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের কড়া নিরাপত্তায় বার করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ।

Comments :0

Login to leave a comment