মধুসূদন চ্যাটার্জি
প্রশাসন নির্যাতিতা, আক্রান্তের পাশে থাকে না। সাম্প্রতিক সময়ে আর জি করে চিকিৎসক ছাত্রীর নৃশংস খুন, বর্ধমানের ছাত্রী, বান্দোয়ানেরও এক ছাত্রীর খুন চোখ খুলে দিয়েছে। তাই এবার জঙ্গলমহলের মহিলারা নিজেরাই আত্মরক্ষার জন্য ক্যারাটে, বক্সিং, জুডো সহ যাবতীয় শিক্ষার প্রশিক্ষণ নেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। (ক্লিক করে দেখুন সেই ভিডিও)
রানিবাঁধের কেলাপাথর স্কুলে মহিলাদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের সূচনায় ক্যারাটের কৌশল দেখানো করা হচ্ছে। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ, সবাই একজোট হয়ে ঠিক করেছেন, নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। আর একাজে মহিলাদের আত্মমর্যাদা ও নিরাপত্তার বিষয়টি সামনের সারিতে নিয়ে এসেছে জঙ্গলমহল আত্মরক্ষা সমন্বয় কমিটি।
রবিবার হাজারো মানুষের উপস্থিতিতে এই আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের সূচনা হল রানীবাঁধের কেলিয়াপাথর শহীদ ক্ষদিরাম বসু নামাঙ্কিত স্কুল প্রাঙ্গণে। ঘটনা হল রাজ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম
Comments :0