সংস্কারের কাজের জন্য আগামী ছয় মাস বন্ধ থাকবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (দিল্লি বিমান বন্দর) ২ নম্বর টার্মিনালস। কর্তৃপক্ষের তরফ থেকে শুক্রবার বলা হয়েছে আগামী চার থেকে ছয় মাস ওই টার্মিনালস বন্ধ থাকবে। দিল্লি বিমান বন্দরের ১ এবং ২ টার্মিনালস দিয়ে ঘরোয়া বিমান গুলো ওঠা নামা করে। ২ নম্বর টার্মিনালস বন্ধ থাকায় ১ নম্বর টার্মিনালস দিয়েই বিমান ওঠা নামা করবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। তাদের কথায় এর জন্য যাত্রী পরিষেবায় তাদের কোন সমস্যা হবে না।
প্রায় ৪০ বছর পুরোন ওই টার্নিনালসের সংস্কারের প্রয়োজন বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। তারা জানিয়েছেন যে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে নতুন করে সাজানো হবে ২ নম্বর টার্মিনালস।
Delhi Airport
সংস্কারের জন্য বন্ধ থাকবে দিল্লি বিমান বন্দরের ২ নম্বর টার্মিনাস
×
Comments :0