এসএফআই বড়িশা সরশুনা আঞ্চলিক কমিটির উদ্যোগে বেহালা সখের বাজারে চন্ডীমেলাকে কেন্দ্র করে দিন বদলের "ইস্তেহার" শিরোনামে বুকস্টল চালালো ছাত্ররা। ৩০শে নভেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত টানা দশদিন এই বুকস্টল চলে। সাধারণ ছাত্র ছাত্রী থেকে মেলায় আগত হাজার হাজার মানুষজন ভিড় জমান বই কেনার উদ্দেশ্যে। প্রথম বছরই ৭০ হাজার টাকা ছাড়ালো মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্য বিক্রির অঙ্ক।
বুকস্টল চলাকালীন উপস্থিত হয়েছিলেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা কল্লোল মজুমদার, নিরঞ্জন চ্যাটার্জি, কৌস্তুভ চ্যাটার্জি, বর্তমান এসএফআই কলকাতা জেলা সম্পাদক আতিফ নিসার, সভাপতি দেবাঞ্জন দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। আঞ্চলিক কমিটির সম্পাদক শেখ রোহান জানান, দৈহিক আক্রমণের সাথেই যখন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মগজে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তখন লড়াইয়ের অন্যতম হাতিয়ার হলো বই। আমরা প্রতি বছর এই স্টল করার সিদ্ধান্ত নিচ্ছি।
Comments :0