SFI

আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভ, তৃণমূলের মিথ্যাচার ফাঁস করলো এসএফআই

রাজ্য

রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট চলাকালিন এসএফআই কর্মী সমর্থকদের ওপর পুলিশ এবং তৃণমূলের যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে এসএফআই। সোমবার এসএফআইয়ের রাজ্য সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘আজ যারা এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে তাদের সবাইকে অভিনন্দন। আগামীকাল গোটা রাজ্য জুড়ে পুলিশ ও তৃণমূলের যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হবে, পরীক্ষার জন্য কোন মাইক ব্যবহার করা হবে না।’’

তিনি বলেন, ‘‘দম থাকলে রাজ্যের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের কথা ঘোষনা করুক সরকার। গতকাল সন্ধ্যা থেকে পুলিশ তৃণমূল ভয় দেখাতে শুরু করে ছাত্র ধর্মঘটের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হবে। আমরা বলেছিলাম ধর্মঘট কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। আজ তারা দেখেছে এসএফআই কর্মীরা পরীক্ষার্থীদের জন্য ক্যাম্প করেছে।’’ 

এসএফআই রাজ্য সম্পাদক জানিয়েছেন এদিন কাঁচড়াপাড়াতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এসএফআইয়ের ক্যাম্পে ভাঙচুর চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। তিনি বলেন, ‘‘কোচবিহার, পাঁশকুড়ায় পুলিশের সাহায্য তৃণমূল ক্যাম্পাস দখল করার চেষ্টা করে। ধর্মঘট সফল হচ্ছে দেখে তাদের এই কাজ। হামলা করার চেষ্টা করে। সেই সময় এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠন গুলো ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলে।’’ 

দেবাঞ্জন বলেন, ‘‘যেই পুলিশ ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে পারে না। একজন ছাত্রকে নিরাপত্তা দিতে পারে না। যাদবপুরে সেই সময় পুলিশ একবারও ছেলেটাকে উদ্ধার করার চেষ্টা করেনি। আজ তারা অতি সক্রিয় ভাবে তৃণমূলকে জায়গা করে দিতে চেয়েছিল।’’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের আহত হওয়ার ঘটনা সাজানো বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সেই প্রসঙ্গে সর্বভারতীয় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, ‘‘গত দুদিন ধরে তৃণমূল একের পর এক মিথ্যা কথা বলছে। মিথ্যা ভিডিও ছড়াচ্ছে। দেবাংশু যাদপুরের ঘটনার মিথ্যা ভিডিও পোস্ট করে বোঝাতে চাইছে শিক্ষামন্ত্রী গাড়ির তলায় কোন ছাত্র যায়নি, গোটাটা মিথ্যা। কিন্তু কাল ব্রাত্য বসু নিজে বলেছেন তার গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল, সে আহত তার জন্য সে দুঃখিত।’’  

এদিন স্ক্রিনে আসল ঘটনার ভিডিও এবং দেবাংশুর পোস্ট করা ভিডিও দুটি পাশাপাশি রেখে সাংবাদিক সম্মেলনে দেখায় এসএফআই। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন ছাত্র পড়ে গিয়ে আহত হয়েছেন। এদিন এসএফআইয়ের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলে অধ্যাপক সংগঠনের কর্মসূচিতে বাইরের জেলা থেকে কেন টিএমসিপি নেতারা সেদিন ক্যাম্পাসে উপস্থিত ছিল।

এসএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিকাশ ভবনে এসএফআইয়ের প্রতিনিধিদের সাথে দেখা করার যেই কথা শিক্ষামন্ত্রী বলেছেন তা মিথ্যা। সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘ব্রাত্য বসু মিথ্যা কথা বলছেন। ২৭ জানুয়ারি এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানের দিন বিকাশ ভবনে ছিলেন, কিন্তু দেখা করেননি। পুলিশ দিয়ে ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ নামিয়ে এনেছিলেন।’’

Comments :0

Login to leave a comment