ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে হেদুয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করলো এসএফআই। বেআইনি ছাত্র সংসদ বাতিল করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবিকে সামনে রেখে এসএফআই কলকাতা জেলা কমিটির ডাকে হয় এই মিছিল।
রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ২০১৭ সালের পর থেকে ছাত্র সংসার নির্বাচন বন্ধ। ছাত্র সংসদের নামে যে ছাত্র সংসদ চলছে তার কোন বৈধতা নেই। ইউনিয়ন ফি নামে যে টাকা তোলা হচ্ছে তা অবৈধ ভাবে তুলছে দুর্নীতির মাথারা এমনটাই দাবি করছে এসএফআই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সমস্ত কলেজে অবৈধ ছাত্র সংসদ বাতিল করার দাবিতে, ২০১৭ সালের পরবর্তী সময়ে সমস্ত ইউনিয়ন ফি যে টাকা তোলা হয়েছিল তার হিসেব চাই। ২০১৭ সালের পর কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যে ভাই কলকাতা জেলা কমিটির ডাকে হেদুয়ার বেথুল কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করছে এসএফআই। এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী বলেন, ‘‘মমতা ব্যানার্জি সরকার চায় ক্যাম্পাসে ক্যাম্পাসে ভয়ের রাজনীতি ও থ্রেট কালচার জারি থাকুক। সেই জন্যই অভিক দে, বিরুপাক্ষ বিশ্বাসদের আবার ফিরিয়ে আনা হচ্ছে। আমরা বলছি তা হবে না। ছাত্র সংসদ ছাত্রদের। তা তাদের ফিরিয়ে দিতে হবে।’’
এসএফআই কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায় বলেন, ‘‘আমরা চাই নির্বাচিত ছাত্র সংসদ। ছাত্র সংসদের নামে যে আর্থিক তথরূপ চলছে, তার বিরুদ্ধে গোটা কলকাতার প্রতিটা ক্যাম্পাসে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়বে।’’
এদিন মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আটকে দেওয়া হয়। এসএফআই কর্মী সমর্থকরা গেটের বাইরে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন। উঠতে থাকে স্লোগান। ছয় জনের একটি প্রতিনিধি দল গিয়ে উপাচার্য শান্তা দত্তের কাছে স্মারক লিপিও দিয়ে আসেন। প্রতিনিধি দলে ছিলেন, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্য্যী, কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি তাজবুল হক সম্পাদক মাল্যবান গাঙ্গুলী ও কলকাতা জেলা কমিটির সম্পাদক দীধিতি রায় ও সভাপতি বর্ণনা মুখার্জি।
Comments :0