sfi-dyfi-aidwa

নারী নির্যাতন সহ নানা ইস্যুতে বিক্ষোব ছাত্র-যুব-মহিলাদের

জেলা

২রা ডিসেম্বর আর জি অর সহ জেলা ও রাজ্যজুড়ে নারী নির্যাতনের সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ অন্যান্য দাবিকে সামনে রেখে আগামী ৪ঠা ডিসেম্বর মালদহ শহরে পুলিশ সুপার দপ্তর অভিযানের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন ও গণতান্ত্রিক মহিলা সমিতির মালদহ জেলা কমিটি। আরও যেসব দাবিকে সামনে রেখে এই স্মারকলিপি দেওয়া হবে তার মধ্যে রয়েছে হাসপাতালে ডাক্তার  নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, স্কুল-লেজে দুর্নীতি বন্ধ এবং অবিলম্বে কলেজে ছাত্র সংসদের নির্বাচনী করা, ট্যাব দুর্নীতিতে দোষীদের শাস্তি এবং বঞ্চিত ছাত্র-ছাত্রীদের অবিলম্বে ট্যাবের টাকা প্রদান, রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রীর  অবিলম্বে পদত্যাগ, নেশামুক্ত সমাজ গড়ে তোলা।
৪ঠা ডিসেম্বর বুধবার দুপুর ১টায় ছাত্র  যুব ও মহিলা জমায়েত হবে শহরের রথবাড়ী মোড়ে। সেখান থেকে মিছিল বের হয়ে বিভিন্ন পথ ঘুরে এস পি অফিসের অদূরে জমায়েত হবে। হবে সভাও। এখানে ভাষণ দেবেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ বোস, গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা  এবং ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ও সভাপতি প্রণয় কার্য্যী সহ জেলা  নেতৃত্ব। সমাবেশ থেকে ছাত্র-যুব-ণহিলা প্রতিনিধি দল গিয়ে পুলিশ সুপারের কাছে দাবি সনদ তুলে দেবেন।
এই কর্মসূচি সবশেষে করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ছাত্র, যুব ও মহিলা সংগঠন কোথাও যৌথভাবে, কোথাও আলাদাভাবে সভা করা হচ্ছে ব্লক স্তরে। সাথে চলছে দেওয়াল লিখন  ও প্রচার পত্র বিলি।

Comments :0

Login to leave a comment