SFI justice march

বিচারের দাবিতে শুরু হলো এসএফআইয়ের ‘জাস্টিস মার্চ’

জেলা

সোদপুর থেকে বারাসাত পর্যন্ত শুরু হলো বিচারের দাবিতে এসএফআইয়ের ‘জাস্টিস মার্চ’। এসএফআই উত্তর ২৪ পরগান জেলা কমিটির ডাকে আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে এবং রাজ্য জুড়ে চলতে থাকা নারী নির্যাতনের বিরুদ্ধে এই মিছিল। আগামীকাল জেলা শাসকের দপ্তর অভিযান।
সোদপুর ট্রাফিক মোড় (তিলত্তমা মোড়) থেকে শুরু হয় মিছিল শেষ হবে মধ্যমগ্রাম চৌমাথায়। মিছিল শুরু আগে সোদপুরে বক্তব্য রাখেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। মধ্যমগ্রামে বক্তব্য রাখবেন দীপ্সিতা ধর।
সিবিআইয়ের ব্যার্থতার ফলে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অসি অভিজিৎ মণ্ডল। কেন্দ্রীয় এজেন্সির ব্যার্থতার বিরুদ্ধে পথে নেমেছেন মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত ফের শুরু হয়েছে মানুষের বিক্ষোভ। শনিবার কলকাতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ দেখানো হয় অভয়া মঞ্চের পক্ষ থেকে। পোড়ানো হয় মোদী এবং মমতার কুশপুতুল।
আব্দুল কলেজের প্রাক্তন ছাত্র স্বপন কোলের শহীদ দিবস উপলক্ষে আজ ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দুল কলেজ অভিযানের ডাক দিয়েছে এসএফআই হাওড়া জেলা কমিটি।

Comments :0

Login to leave a comment