SFI

বারাসাতে এসএফআই – টিএমসিপি সংঘর্ষ

জেলা

এসএফআইয়ের জাস্টিস মার্চকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনার বারাসাতে। সোমবার সোদপুর থেকে শুরু হয় তিলত্তমার বিচারের দাবিতে জাস্টিস মার্চ। গতকাল মিছিল শেষ হয় মধ্যমগ্রামের চৌমাথায়। এদিন সেখান থেকে মিছিল শুরু হয়। আর জি করের বিচারের দাবির সাথে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তোলা হয়েছে এসএফআইয়ের পক্ষ থেকে।
মঙ্গলবার মিছিল মধ্যমগ্রামের বিবেকান্দন কলেজের গেটে পৌছালে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। তারপর মিছিল বারাসাত কলেজের সামনে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রথমে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে। একজন এসএফআই কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment