SHAFIN AHMED

আমেরিকায় প্রয়াত মাইলস খ্যাত শাফিন আহমেদ

আন্তর্জাতিক

SHAFIN AHMED BENGALI NEWS

আমেরিকার ভার্জিনিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড ‘মাইলসের’ গায়ক শাফিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

প্রসঙ্গত শাফিন আহমেদ সুরকার কমল দাশগুপ্ত ও নজরুল সঙ্গীতের কিংবদন্তী ফিরোজা বেগমের পুত্র। মা-বাবার কাছেই সঙ্গীতের প্রথম পাঠ নেন শাফিন। কলকাতার অ্যান্টনি বাগান লেন ও টালিগঞ্জে শৈশব কাটে তাঁর। ১৯৬৭ সালে মা ফিরোজা বেগমের সঙ্গে ঢাকায় চলে যান শাফিন। পরবর্তীকালে কমল দাশগুপ্তও ঢাকায় যান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কমল দাশগুপ্তও ঢাকায় যান। যদিও তিনি  কলকাতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। 

‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’, ‘জন্মদিন তোমার’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’-র মত গানের জন্য সঙ্গীত প্রেমীদের স্মৃতিতে অমর হয়ে থাকবেন শাফিন আহমেদ। 

 

Comments :0

Login to leave a comment