এদিন রাতে শিলিগুড়ির হাসমিচকে কো-অর্ডিনেশন কমিটির দার্জিলিঙ জেলা শাখা ও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের রাত নটা থেকে নটা নয় মিনিট পর্যন্ত মৌন প্রতিবাদ হয়।
ধূপগুড়িতে নাগরিকদের প্রতিবাদ।
আজ নয় সেপ্টেম্বর ঠিক একমাস আগে ৯ আগস্ট আরজি কর হাসপাতালের কর্তব্যরত মহিলা ট্রেনি চিকিৎসককে হাসপাতালেই ধর্ষণ করে খুন করা হয়। ১ মাস হয়ে গেল এখনও কোনও বিচার পাননি 'তিলোত্তমা'র পরিবার। রাজ্যজুড়ে সমাজের সকল স্তরের মানুষ বিচারের আশায় তাকিয়ে রয়েছেন সিবিআই তদন্তের দিকে এবং সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তাঁর মৃত্যুর ঠিক একমাস পরে চিকিৎসকদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত মানুষের কাছে ডাক দেওয়া হয়েছিল রাত ন'টা থেকে রাত নটা ন মিনিট পর্যন্ত ৯ মিনিটের জন্য সারা রাজ্য সর্বত্র মানুষকে যে যেখানে যে অবস্থায় থাকবে সেখানে দাঁড়িয়ে এই ন মিনিট তিলোত্তমা ডাক্তারের প্রতি শ্রদ্ধা জানানোর। এদিন সেই কর্মসূচি পালন করলেন গোটা রাজ্যের মানুষ।
Comments :0