হাথরাসে ধর্মীয় সভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জন্য আয়োজকদের দায়ি করলো সিট। মঙ্গলবার সিটের পক্ষ থেকে তাদের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে জমা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে, স্থানীয় প্রশাসন এবং সৎসঙ্ঘের আয়োজকরা সেদিনের অনুষ্ঠান সঠিক ভাবে আয়োজন করতে পারেনি। বিশাল জমায়েতকে নিয়ন্ত্রণ করার জন্য কোন ব্যবস্থা করা হয়নি। এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কোন গুরুত্ব দেয়নি বলে উল্লেখ করেছে সিট।
রিপোর্টে আরও বলা হয়েছে যে স্থানীয় প্রশাসন ওইদিনের ঘটনার সময় উচ্চতর কর্তৃপক্ষকে কোন খবর দেয়নি। উল্লেখ্য হাথরাসের ঘটনার পর যোগীর মুখে শোনা গিয়েছিল ষড়যন্ত্রের তত্ত্ব। সিটের রিপোর্টেও তার উল্লেখ রয়েছে। মুখ্যমন্ত্রীর কথাকে সমর্থন জানিয়ে তারা তদন্তের কথা জানিয়েছে।
এই ঘটনায় ভোলে বাবার ছয় সঙ্গীকে গ্রেপ্তার করলেও ভোলে বাবার নামে কোন এফআইআর হয়নি। সিটের রিপোর্টেও তার নাম উল্লেখ নেই। এই ভোলে বাবা বিজেপির ঘনিষ্ট বলে জানা গিয়েছে। হাথরাসের ঘটনায় ১৩০ জন মানুষে মৃত্যু হয়েছে। একাধিক আহত। আহত এবং নিহতদের পরিবারের সাথে দেখা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
Comments :0