skeleton rescue in Dhupaguri

কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য ধূপগুড়িতে

জেলা

ছবি প্রতিকী

স্কুলের পেছনের একাটি ঝোপ থেকে পাওয়া গেল মানুষের কঙ্কাল! উদ্ধার হওয়া কঙ্কালের একটি পায়ে লোহার পাত বসানো ছিল বলেও জানা গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। সোমবার ধূপগুড়ি থানা এলাকার আংরাভাসা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা গ্রিলড মিশন প্রাথমিক বিদ্যালয়ের পেছনের ঝোপ থেকে উদ্ধার হয় কঙ্কালটি। ক্লাস চলাকালীন ঝোপের মধ্যে মাথার খুলি, হাড়গোড় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। অনেক পড়ুয়া স্কুল থেকে বাড়ি চলে যায়। 
খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও ধূপগুড়ি এসডিপিও গেইলসন লেপচা। তাঁরা কঙ্কালটি উদ্ধার করেন। কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্যে জলপাইগুড়ি পাঠানো হবে। তবে এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রাথমিক স্কুলের ঝোপের মধ্যে কঙ্কাল কোথা থেকে এল? খুন করা হয়েছে নাকি অন্য কোনও ভাবে মৃত্যু হয়েছে এই ব্যক্তির। মৃতদেহ এখানে পড়ে কঙ্কাল হয়ে গেল, তবুও কেউ জানতে পারলেন না কেন? স্কুলের পিছন দিকে এক কিলোমিটারের মধ্যে রয়েছে সোনাখালি ফরেস্ট। মৃতদেহটি কার তা এখনও জানা যায়নি। 
ধূপগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে নিখোঁজদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া কঙ্কালের একটি পায়ের হাড়ের এক অংশে লোহার পাত বসানো ছিল বলেও জানা গেছে। মাথার চুলের অংশ থেকে পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ধূপগুড়ি থানার পুলিশের সন্দেহ, হাতির হামলাতেও ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

Comments :0

Login to leave a comment