কুশমন্ডির একাটি স্কুলের মিড ডে মিলের সময় ছাত্রের মৃত্যু। ঘটনায় রাস্তা অবরোধ ছাত্র ছাত্রী সহ গ্রামবাসীদের। অভিযোগ অসুস্থ হয়ে ছাত্রটি পড়ে গেলেও সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা নেয়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কচড়া উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল খাবার সময়ে লাইনে দাঁড়িয়ে থাকা সপ্তম শ্রেণির ছাত্র অভিজিৎ সরকার(১২) হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। পরবর্তীতে ইটাহার গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্কুলের পড়ুয়ারা জানায় ছাত্রটি লাইনে দাঁড়িয়ে হটাৎ পড়ে যায়। কিন্তু সে সময় কোন শিক্ষক বা অন্য কেউ সাহায্যের জন্য আসেনি বরং উঁচু ক্লাসের ছাত্ররাই তাকে উঠিয়ে বারান্দায় এনে প্রধান শিক্ষক সহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করলেও স্কুলের শিক্ষক বা অন্যান্যকর্মীরা এগিয়ে আসেনি বরং ছাত্ররাই চোখে মুখে জল দিয়ে সুস্থ্য করার চেষ্টা করে। ছাত্র ছাত্রী সহ স্থানীয়দের অভিযোগ কচড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের গাফলতির কারণেই মৃত্যু হয় ওই ছাত্রের। ঘটনার প্রতিবাদে কচড়া উচ্চ বিদ্যালয় সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা সহ স্থানীয় গ্রামবাসীরা। ঘটনা স্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন।
ছাত্রের মৃত্যুতে সিপিআই(এম) কুশমন্ডি এরিয়া সম্পাদক গুরু পদ রায় জানায়, ‘‘বর্তমান স্কুল কর্তৃপক্ষের অবহেলার জন্য ছাত্রটির প্রাণ গেল। আমরা ছাত্রটির পরিবারকে সমবেদনা জানাই এবং ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ প্রশাসনের তদন্ত চাই ও প্রধান শিক্ষক সহ দ্বায়িত্ব প্রাপ্তদের যথাযথ শাস্তি চাই।
Student Death
ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে রাস্তা অবরোধ কুশমন্ডিতে
×
Comments :0