Sambhal

সম্ভলে যেতে দেওয়া হলো না সমাজবাদী পার্টির প্রতিনিধি দলকে, সরব অখিলেশ

জাতীয়

উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা মাতা প্রতাপ সিংহ সহ সমাজবাদী পার্টির ১৩ জনের প্রতিনিধি দলকে আটকানো হলো সম্ভলে। শনিবার জাতি হিংসায় উত্তপ্ত সম্ভলে যাচ্ছিলেন সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন মাতা প্রসাদ সিংহ। সংবাদমাধ্যম সূত্রে খবর সম্ভলের বেশ অনেকটা আগেই তাদের আটকানো হয়। গত রবিবার সম্ভলের শাহী জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পাঁচ জন নিহত জন। ২০০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির প্রতিনিধি দলকে আটকানোয় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
প্রতিনিধি দলকে আটকানো প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। এক্সহ্যান্ডেলে অখিলেশ লিখেছেন যে, সমাজবাদী দলের প্রতিনিধি দলকে আটকানো থেকে বিজেপি সরকারের ব্যার্থতা স্পষ্ট। বিরোধীদের সম্ভলে যাওয়া থেকে না আটকে সম্প্রদায়িক হিংসা যারা ছড়াচ্ছে তাদের যদি সেদিন আটকাত তাহলে আজ সম্ভলে এই ঘটনা হতো না।
অন্যদিকে বিরোধী দলনেতা মাতা প্রসাদ দাবি করেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং জেলা শাসক তাকে সম্ভল না যাওয়ার আবেদন করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ফোনে এই বিষয় তার সাথে দুজন সরকারি আধিকারিক কথা বললেও সরকারের পক্ষ থেকে কোন লিখিত নোটিশ দেওয়া হয়নি। 
কয়েকদিন আগে সমাজবাদী পার্টির পক্ষ থেকে এক্সে জানানো হয় যে এই সাম্প্রদায়িক উত্তেজনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপুরন দেওয়া হবে দলের পক্ষ থেকে। 
উল্লেখ্য শাহী জামা মসজিদ কমিটিকে এলাহাবাদ হাই কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাই কোর্টের নির্দেশ পর্যন্ত কোনো নতুন নির্দেশ দেওয়া স্থগিত রাখতে বলেছে নিম্ন আদালতকে। নিম্ন আদালতের নির্দেশে গত রবিবার সমীক্ষার নামে মসজিদে ঢোকে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়ায়। 
আদালত রায় দিতেই রবিবার ভোরবেলা থেকে সাত তাড়াতাড়ি নেমে পড়ে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। অভিযোগ মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষার নামে দেওয়ালে ভাঙচুর করা হতে থাকে। সেই খবর চাউর হতে তীব্র উত্তেজনা ছড়ায়।

Comments :0

Login to leave a comment