Kejriwal

জামিন পেলেও জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

জাতীয়

শুক্রবার সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি কান্ডে ইডি’র করা মামলায় তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু জামিন পেলেও তিহারের বাইরে আসতে পারবেন না আপ প্রধান। ওই একই কান্ডে সিবিআইয়ের করা মামলায় জেলে থাকতে হবে তাকে। কিছুদিন আগে আদালত থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে সিবিআই।
বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ এই রায় দিয়েছে। এর আগে একাধিক বার হাইকোর্টে খারিজ হয়েছে কেজরিওয়ালের জামিনের আবেদন। গত ৯ এপ্রিল হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন সেই মামলায় স্বস্তি পেয়েছেন তিনি। 
কেজরিওয়াল প্রেপ্তার হলেও জেলে বসেই তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে একাধিক বার দাবি করা হয়েছে যে কেজরিওয়ালকে পদত্যাগ করতে হবে। এদিন রায় দানের সময় দুই বিচারপতির ডিভিসন বেঞ্চ এই বিষয় বলেন যে, ‘‘অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ন দায়িত্ব তিনি সামলান। মানুষের ভোটে জিতে তিনি এই পদ এসেছেন। সু্প্রিম কোর্ট এই বিষয় কোন হস্তক্ষেপ করতে চায় না। বিশেষ করে এমন কোন জায়গায় কোন কথা উল্লেখ করা নেই যে আদালত কোন নির্বাচিত প্রতিনিধিকে বলতে পারে পদত্যাগ করার জন্য বা তার পদ খারিজ করতে পারে।’’
কেজরিওয়ালের গ্রেপ্তারির পর যখন বিজেপির পক্ষ থেকে তার পদত্যাগের দাবি করা হয়েছিল থখন দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রীত্ব আমার কাছে কোন গুরুত্বপূর্ন বিষয় নয়। মিথ্যা মামলায় ফাঁসিয়ে চক্রান্ত করা হচ্ছে যাতে আমি পদত্যাগ করি। তাই আমার কোন পদত্যাগের প্রশ্ন আসে না।’’
উল্লেখ্য আপের পক্ষ থেকে বার বার দাবি করে আসা হচ্ছে যে কেজরিওয়ালকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত হয়নি বলে দাবি দলের।

Comments :0

Login to leave a comment