Supreme Court

ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

আর জি করের মৃত চিকিৎসকের দেহ কখন ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? কোথায় তার চালান? জানতে চাইলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার আর জি কর মামলার শুনানিতে বার বার শীর্ষ আদালতের পক্ষ থেকে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, একমাস হয়ে গেলেও মৃত্যুর সময় এখনও পর্যন্ত জানা যায়নি। এদিন প্রধান বিচারপতি যখন ময়নাতদন্তের চালানের বিষয় প্রশ্ন করেন তখন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল কোন উত্তর দিতে পারেননি। তিনি জানান যে পরবর্তী শুনানিতে এই বিষয় তিনি জানাবেন। অর্থাৎ রাজ্য জানাতে চাইছে না কখন ময়নাতদন্ত হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করে আসা হচ্ছে তাদের টালা থানায় বসিয়ে রেখে দেহ ময়নাতদন্ত করে পানিহাটি নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রভাবশালী তৃণমূল নেতা, বিধায়কের তত্ত্বাবধানে দাহকার্য করা হয়।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে ময়নাতদন্ত সংক্রান্ত সব বিষয়ের তথ্য রাজ্যের থেকে নেওয়ার জন্য। এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান মৃত চিকিৎসকের দেহে একাধিক ক্ষত চিহ্ন ছিল। অর্ধনগ্ন অবস্থায় তাকে চারতলার সেমিনার রুম থেকে পাওয়া যায়। 
ঘটনা ঘটার প্রায় ১৪ ঘন্টা বাদে এফআইআর দায়ের হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

Comments :0

Login to leave a comment