পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদক ও মেডেল উদ্ধার করলো পুলিশ। গত ১৫ তারিখ হিন্দমোটরের ডেবাইপুকুরের বাড়ি থেকে চুরি যায় একাধিক পদক ও মেডেল। হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়ি। কিন্তু প্ৰখ্যাত সাঁতারু দক্ষিন কলকাতার ফ্ল্যাটে থাকেন। তাঁর পৈতৃক বাড়ি দেখাশোনা করেন ভাই মিলন চৌধুরী তিনি স্বাধীনতা দিবসে ছুটির দিন বাড়িতে এসেছিলেন। তিনিই বাড়ির তালা খুলে হতভম্ভ হয়ে যান।
রিষড়ার বাসিন্দা কৃষ্ণা চৌধুরী নাম একজন চোরের কাছ থেকে এই মেডেল গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ডিসি শ্রীরামপুর অফিসের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছিলো রবিবার সেখানে পুরো বিষয়টি ব্রিফ করেন চন্দননগর কমিশানারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস। এদিন তিনি বলেন, "মাননীয় পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে তার সারা জীবনের কৃতিত্ব স্বরূপ অর্জিত মেডেল চুরি যায়। ঘটনার পর প্ৰখ্যাত সাঁতারু ও তার পরিবার উদ্বেগের মধ্যে পড়েন। আমরা তারপর অপরাধীর খোঁজ লাগানো শুরু করি। মাননীয় বুলা চৌধুরী মহাশয়া আমাদের কমিশানার সাহেবকেও ফোন করেছিলেন তারই নির্দেশে একটি স্পেশাল ইনভেষ্টিগেশন টিম তৈরী হয়। আমরা গোয়েন্দা বিভাগ, সিআইডি, উত্তরপাড়া থানার হেল্প নিয়ে সায়েন্টিফিক এভিডেন্স কালেক্ট করি এবং ২৪ ঘন্টার মধ্যে এই যে মেডেল গুলি দেখছেন এগুলো উদ্ধার করি। রিষড়ার বাসিন্দা কৃষ্ণা চৌধুরীর নামক চোরের কাছ থেকে এই মেডেল গুলি পাওয়া যায়। আমরা তাকে গ্রেফতার করেছে। ২৯৫ টি মেডেল ও অন্যান্য সামগ্রী আমরা উদ্ধার করেছি। আমরা প্ৰখ্যাত সাঁতারু কে যেটা আশ্বাস দিয়েছিলাম সেটা পূর্ণ করতে পেরেছি। মোটামুটি ৯৯.৯৯% সামগ্রী আমরা উদ্ধার করতে পেরেছি আমরা ম্যাডামকে দেখাবো আমরা কি কি উদ্ধার করতে পেরেছি। তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত চলছে যদি তদন্তের গতিপ্রগতি কিছু লক্ষ্য করি জানিয়ে দেবো।" সেই পদক সহ মূল্যবান সামগ্রির ৯৯% উদ্ধার করেছে বলে দাবী করেন পুলিশ।
bula choudhury
সাঁতারু বুলা চৌধুরীর একাধিক পদক উদ্ধার

×
Comments :0