Tamanna Khatun Mother

তামান্নার এবং অভয়ার বিচারের দাবিতে ট্রেন যাত্রীদের রাখি পড়ালেন তামান্নার মা

রাজ্য

তামান্না রাখি বানিয়ে স্কুলে বন্ধুদের রাখি পড়াতো। শনিবার তামান্নার মা ট্রেন যাত্রীদের রাখি পরিয়ে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এর পাশাপাশি অভয়ার বিচারের দাবিও জানান তামান্নার মা।  অভয়ার  মা বাবা ডাকে মিছিলে অংশ নিতে তিনি কলকাতায় এসেছেন। কালীঘাট অভিযানেও তিনি থাকবেন।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য। বিচারের দাবিতে পথে নামেন সাধারণ মানুষজন। প্রথম কলকাতা পুলিশ তারপর সিবিআই দুই তদন্তকারি সংস্থার বিরুদ্ধে উঠেছে তদন্তে গাফিলতির অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি এই ঘটনায় যারা আসল অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। দোষীদের আড়াল করছে রাজ্য সরকার।
অন্যদিকে সদস্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনের ফল ঘোষণার দিন বোমা মেরে পাঁচ বছরের তামান্নাকে খুন করেন তৃণমূলের গুন্ডা বাহিনীর। জয়ের পর উচ্ছাসের অংশ হিসাবে গ্রামের বিভিন্ন বাড়ি লক্ষ করে বোমা ছুঁড়তে থাকে তৃণমূলের গুন্ডা বাহিনী। তাদের ছোঁড়া বোমায় নিহত হন তামান্না খাতুন।

Comments :0

Login to leave a comment