পাহাড়ের চা বাগান শ্রমিকদের বোনাস সমস্যার সমাধান হয়নি। ন্যায্য ও সম্মানজনক বোনাসের দাবিতে পাহাড়ের চা শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত। বুধবার দার্জিলিং পাহাড়ে আন্দোলনে সামিল হয়েছেন পাহাড়ের বিস্তীর্ণ চা বলয়ের বাগিচা শ্রমিকেরা। এদিন চিয়াকামান মজদুর ইউনিয়ন সহ আটটি শ্রমিক সংগঠনের ডাকে দার্জিলিং পাহাড়ে চা শ্রমিকদের মিছিল ও সমাবেশ হয়েছে। দার্জিলিং রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে চকবাজারে মিছিলে সমাপ্তি হয়। এরপর দার্জিলিং চক বাজারে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে এক কিস্তিতে। এই দাবি থেকে কিছুতেই সরে আসবেন না পার্বত্য এলাকার বাগিচা শ্রমিকেরা। এদিনের প্রতিবাদ সভা ও মিছিল থেকে স্পষ্টভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারের শ্রম দপ্তরের পক্ষে এডভাইসরি জারি করে ১৬ শতাংশ বোনাস দেবার সিদ্ধান্তের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে পাহাড়ে প্রতিটি চা বাগানে এদিন কর্মবিরতি পালন করা হয়েছে। কোন বাগানেই কাজে যোগদান করেননি চা বাগানের শ্রমিকেরা। চা বাগানের গেট ফ্যাক্টরিতে অবস্থান বিক্ষোভ চলেছে।
এদিন চা শ্রমিক নেতা সমন পাঠক বলেন, ‘‘বোনাস মীমাংসায় আন্দোলনের অঙ্গ হিসেবে দার্জিলিং পাহাড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রাজ্য সরকার ও বাগান মালিকপক্ষের বিরুদ্ধে শ্রমজীবী অংশের মানুষের প্রতি বঞ্চনার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এই কর্মসূচিকে ঘিরে সমগ্র পাহাড় জুড়ে ব্যাপক প্রভাব পড়েছে। সর্ব অংশের পাহাড়বাসি পার্বত্য এলাকার বাগিচা শ্রমিকদের ন্যায্য বোনাসের দাবিকে সমর্থন জানিয়ে এদিনের মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন। বোনাস মীমাংসা হওয়া না পর্যন্ত পার্বত্য এলাকার প্রতিটি চা বাগানে কাজ বন্ধ রেখে গেটের সামনে ফ্যাক্টরির গেটে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আটটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী আন্দোলনের রূপরেখা নির্ধারণ করবে।’’
এদিন চা বাগান লাগোয়া রাজ্য সড়ক দার্জিলিং- শিলিগুড়ি সংযোগকারী বিকল্প রাস্তা পাংখাবাড়িতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন চা বাগানে শ্রমিকেরা। সকাল থেকে শিলিগুড়ি থেকে মিরিক সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ হয়েছে। কালিম্পং এর গরুবাথানেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকার ও বাগান মালিকদের শ্রমিকদের প্রতি এই বঞ্চনার মনোভাবের বিরুদ্ধে নিজেদের দাবিতে অনড় থেকে অধিকার আদায়ে ধারাবাহিক আন্দোলনে নেমেছেন পাহাড়ের বাগিচা শ্রমিকেরা। বোনাসের ক্ষেত্রেও কোনও সমতা রক্ষা করা যাবে না বলে এদিন পরিষ্কার জানিয়ে দিলেন পার্বত্য এলাকার বাগিচা শ্রমিকেরা। আগামী দিনে ন্যায্য বোনাসের দাবিতে লড়াই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
Tea Workers Agitation
বোনাসের দাবিতে বিক্ষোভ অব্যাহত চা শ্রমিকদের
×
Comments :0