Left Front candidate Sitai

বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করার শপথ সিতাইতে

জেলা

সিতাই বিধানসভা এলাকার বাত্রিগাছ বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন মধুজা সেনরায়। ছবি -অমিত কুমার দেব

তৃণমূলের বিকল্প বিজেপি নয়, কিংবা বিজেপির বিকল্প তৃণমূল নয়। এই দুই দলই আরএসএস'এর অঙ্গুলি হেলনে চলে। তাই কেন্দ্রের বিজেপি এরাজ্যের দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে যতটা গর্জায়, ততটা বর্ষায় না। তাই লাল ঝাণ্ডাকেই বেছে নিতে হবে সাধারণ খেটে খাওয়া গরীব মানুষদের। তাই সিতাই বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করার শপথ নিতে হবে সকলকে। বৃহস্পতিবার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের বাত্রিগাছ বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানালেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেত্রী মধুজা সেন রায়। সভায় মধুজা সেন রায় ছাড়াও বক্তব্য রাখেন সিতাই কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী অরুণ কুমার বর্মা, সিপিআই(এম) নেতা  আজগার আলি ব্যপারি, আকিক হাসান, তারাপদ বর্মন প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন মিনাজ মিঞা। এই সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এদিনেই সভার আগে এই কেন্দ্রের আটিয়াবাড়ী দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় খুলি বৈঠকে করা হয়।
  মধুজা সেন রায় আরও বলেন, "২০১১সালের পর থেকে গোটা রাজ্যের পাশাপাশি এই সিতাই বিধানসভা এলাকায় স্বাস্থ্য থেকে শিক্ষা পরিকাঠামো রীতিমতো ভেঙে পড়েছে। এই বিধানসভা এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলো রীতিমতো ধুঁকছে। এই বিধানসভা এলাকায় ডিগ্রী কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের। কিন্তু এই কলেজ স্থাপনের কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি বর্তমান সরকার। আর এর ফলে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি এই বিধানসভা এলাকার পড়ুয়ারা। তাই এলাকার উন্নয়নের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার তাগিদে এবং সর্বোপরি মাথা উঁচু করে বাঁচতে ভোট দিতে হবে এই উপনির্বাচনে। বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করে বামপন্থাকে শক্তিশালী করার গুরু দায়িত্ব পালন করতে হবে এই বিধানসভা কেন্দ্রের ভোটারদের"।

 

Comments :0

Login to leave a comment