Jont Platform of Doctors

মুখ্যসচিবকে চিঠি চিকিৎসকদের, ওসি ভর্তিতে হুমকির তদন্ত দাবি

রাজ্য

বেলঘড়িয়া রথ তলা মোড়ে মানববন্ধন। বি টিরোডে বিক্ষোভ। ছবি: অভিজিৎ বসু

প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। তার মধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে গুরুতর অভিযোগ তুলে চিঠি পাঠালো প্রতিবাদী চিকিৎসকদের যৌথ মঞ্চ। টালা থানার ওসি-কে ভর্তি না নেওয়ায় বিভিন্ন হাসপাতালে হুমকি যাচ্ছে খোদ স্বাস্থ্য ভবন থেকে। কারা রয়েছে এর পেছনে, তদন্তে বাধা তৈরি করার এই প্রয়াস কাদের, খতিয়ে তদন্ত করার দাবি জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।
টালা থানার বিপক্ষে অভিযোগ জানিয়েছিলেন আর জি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মা। থানায় তাঁদের ঠায় বসিয়ে রাখা হয়েছিল। পুলিশ নিজে কেন অভিযোগ দায়ের করেনি দ্রুত, সেই প্রশ্নে সুপ্রিম কোর্টেও নাজেহাল হয়েছে রাজ্য।  কার প্রভাবে তদন্তে ধামাচাপা দেওয়ার এই চেষ্টা, সে প্রশ্নের জবাব খুঁজতে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। 
জেরা পর্বের মাঝেই এই ওসি ভর্তি হন একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু পরপর হাসপাতাল তাঁকে এর আগে ভর্তি নিতে অস্বীকার করে। জয়েন্ট প্ল্যাটফর্মের দুই আহ্বায়ক পুন্যব্রত গুন এবং হিরালাল কোনার চিঠিতে মুখ্যসচিবকে লিখেছেন, সংশ্লিষ্ট চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের মাপকাঠিতেই নিশ্চিত হয়েছিলেন সংশ্লিষ্টকে ভর্তি নেওয়ার মতো শারীরিক সমস্যা তৈরি হয়নি। যে সমস্যা রয়েছে তার চিকিৎসা করেছিলেন।
তাঁরা জানাচ্ছেন, এর পর থেকে স্বাস্থ্যভবন থেকে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের কাছে হুমকি দিয়ে ফোন আসছে। কারা রয়েছে এর পেছনে। কাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ডিরেক্টরেটের কারা এর সঙ্গে যুক্ত। তদন্তে বাধা দেওয়ার মতলবই এর পিছনে কাজ করছে কিনা তদন্ত করতে হবে। অভয়ার ধর্ষণ হত্যার তদন্তকে ধামাচাপা দেওয়ার প্রয়াসের সঙ্গে এই কার্যক্রম জড়িত কিনা খুঁজে দেখা জরুরি। 
এর মধ্যেই বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মানব বন্ধন। বিপুল অংশের মানুষ নেমেছেন প্রতিবাদে। রাত জাগার প্রস্তুতি চলছে পুরোদমে।

Comments :0

Login to leave a comment