GUN THREAT BHIMPUR

মদের টাকার হুমকি, মারধর, বন্দুক উঁচিয়ে শাসনিও তৃণমূলকর্মীর

জেলা

তৃণমূল কর্মীর বন্দুক উঁচিয়ে শাসানির এই ছবি বেরিয়ে পড়েছে। নদীয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা।

মদ কেনার টাকা দিতে হবে। এমন জুলুম মানতে অস্বীকার করায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলল হুমকি। শনিবার রাতে এই ঘটনা ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতের নাইকুড়া বাজারে। 
ওই এলাকার বাসিন্দা সুজিত বাগের অভিযোগ প্রতিবেশী হিরন বিশ্বাসের বিরুদ্ধে। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত হিরন। 
আগ্নেয়াস্ত্র বের করে মদ্যপ অবস্থায় হুমকি দেওয়ার একটি ভিডিও বের হয়ে গিয়েছে তবে ভিডিও’র সত্যতা যাচাই করা যায়নি। 
সুজিতের অভিযোগ, বেশ কয়েকজন তার সঙ্গে মদ কেনার টাকা চায়। তিনি দিতে অস্বীকার করায় তারা তাঁকে বাজারের মধ্যে ফেলে বেধড়ক মারধোর করে। প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। ভীমপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত। 
কিন্তু সেখানেই শেষ হয়নি নির্যাতন। থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পর শুর হয় দ্বিতীয় পর্ব। সুজিতের অভিযোগ, রাতের দিকে বাড়ির সামনে হিরন বিশ্বাস আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিতে থাকে। অভিযোগ তুলে নেওয়ার জন্য তুলে নেওয়ার জন্য ভয় দেখায় ওই তৃণমূল কর্মী। 
পুলিশকে ফোন করে বিষয়টি জানানো হয়। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment