চান্ডিলের বাঘের পায়ের ছাপের সাথে পুরুলিয়া সীমান্তের বাঘের পায়ের ছাপ মিলে গিয়েছে। বর্তমানে দলমা পাহাড়ের বাঘটি অবস্থান করছে বলে জানা গিয়েছে। বাঘ যাতে কোন ভাবে লোকালয় প্রবেশ না করে তার জন্য ড্রোনে নজরদারি চালানো হয়েছে। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। পালামৌতে বাঘ থাকায় পুরুলিয়ার বাগমুন্ডি, বলরামপুর এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের জনপদে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় নজরদারি চালানো হচ্ছে, পুলিশের পক্ষ থেকেও করা হচ্ছে মাইকিং। গ্রামে যাতে কোন ভাবে বাঘ প্রবেশ করতে না পারে তার জন্য গ্রাম গুলো নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মৈপীঠের বাঘ বার বার অবস্থান পরিবর্তন করছে বলে জানা যাচ্ছে।
বাঘকে ঘিরে মানুষের মধ্যে যেমন আতঙ্ক তৈরি হয়েছে তেমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জীবন যাপন।
Comments :0