রানাঘাট বিধানসভার উপ-নির্বাচনের একাধিক জায়গায় দফায় দফায় ঝামেলার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। মহকুমা শাসকের দপ্তরের সামনে ভোটারদের নিয়ে বিক্ষোভ দেখালো সিপিআই(এম)। রাজ্যের চারটি বিধানসভা আসনে ভোটগ্রহন চলছে বুধবার। তার মধ্যে রানাঘাট অন্যতম।
অভিযোগ গোটা বিধানসভা জুড়ে, বিশেষ করে নেকাড়ী, শ্যামনগর দেবগ্রাম হিজুল প্রভৃতি অঞ্চল জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল । সিপিআই(এম) এজেন্ট, কর্মী, সমর্থকদের বাড়ি বাড়ি বুথে না যাবার জন্য হুমকি, বাড়িতে ইট ছোঁড়া, বোমমারা, প্রানে মারার হুমকি চলছে। তাও এই সব আক্রমণকে উপেক্ষা করেই সিপিআই(এম)’র কর্মী সমর্থকেরা ২৯০ টা বুথে এজেন্টের দায়িত্ব পালন করছে।
তবে গোরা অঞ্চলের একাধিক বুথের কোথাও শুধু বিজেপি বা কোথাও শুধু তৃনমুলের লোকজনদের বোঝাপড়া সামনে এসেছে বলে জানাচ্ছে সিপিআই(এম) নেতৃত্ব। সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে না আসতে পারে তার জন্য সক্রিয় শাসক দলের বাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসনকে ব্যবহার করেই বুথের দখল করে ভোট করাচ্ছে তৃণমূল। ১০০ জনেরও বেশি তৃনমুলের বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়।
রায়নগরে বহিরাগত দুস্কৃতিরা বুথ দখল করলে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Comments :0