Bhangor TMC

ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

জেলা

প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন নিয়ে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলে জড়ালো ভাঙড়ের তৃণমূল কর্মীরা। এদিন পোলেরহাট অঞ্চলে পতাকা উত্তোলন নিয়ে হাতা হাতি হয় আরাবুল এবং সওকাত মোল্লার গোষ্ঠীর লোকেদের। সওকাতের অভিযোগ পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরও আরাবুল যায় পতাকা উত্তোলন করতে যা নিয়ে শুরু হয় ঝামেলা।
পরিস্থিতি এমন দিকে গড়ায় যে পুলিশকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। আরাবুল গোষ্ঠীর দাবি আরাবুলকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে সওকাত মোল্লার অনুগামীরা। আরাবুলের গাড়ি লক্ষ করে উড়ে আসে পাথর। ভেঙে গিয়েছে গাড়ির কাঁচ। 
সূত্রের খবর আরাবুল গাড়িতে উঠতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ চলাকালিন দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, তারপর তা গড়ায় হাতা হাতিতে। রাস্তা আটকে দুই পক্ষের মধ্যে চলে মারধর। পোলেরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments :0

Login to leave a comment