TMC GOYESHPUR

দুর্নীতির অভিযোগ এনে পৌরপ্রধানের অপসারনের দাবি তৃণমূল কাউন্সিলরদের

রাজ্য জেলা

তৃণমূল পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূল কাউন্সিলররা। নদীয়ার গয়েশপুর পৌরসভার ঘটনা। ১৮ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন কাউন্সিলর পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেছেন। এসডিও’র কাছেও তারা অভিযোগ জানিয়েছেন।

বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরদের কথায়, গত চার মাস ধরে কোন মিটিং হচ্ছে না। আলোচনা ছাড়াই লক্ষ লক্ষ টাকার কাজ হচ্ছে। একাধিক দুর্নীতির অভিয়োগ রয়েছে পৌরপ্রধানের বিরুদ্ধে। টেন্ডার  না করেই লক্ষ লক্ষ টাকার কাজ করানো হচ্ছে। 

পৌর আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাবের চিঠি পৌরসভাতেই জমা দিতে হয়। ওই চিঠির অনুলুপি মহাকুমার শাসককে জমা দিতে হয়। চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে পৌর প্রধান পৌর সদস্যদের সভা ডেকে অনাস্থা নিয়ে আলোচনা করবেন। যদি তিনি না করেন তার সাত দিনের মধ্যে উপ পৌরপ্রধান সেই সভা ডাকবে। এই দুজন যদি অনাস্থা চিঠির পরিপ্রেক্ষিতে কোন সভা না ডাকে তবে তিনজন কাউন্সিলর সভা ডেকে অন্য সদস্যদের অবহিত করবেন।

Comments :0

Login to leave a comment