শনিবার, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠকে বিক্ষোভ দেখায় এসএফআই। শনিবার যাদবপুরের ওএটিতে বৈঠক ছিল ওয়েবকুপার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে স্লোগান তোলে এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
ছাত্র বিক্ষোভের জেরে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র বিক্ষোভের জেরে বেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসএফআইয়ের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাঁদের পোস্টার হোর্ডিং ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। সেই থেকে শুরু হয় ঝামেলা। অভিযোগ ওয়েবকুপার বার্ষিক সভার জন্য তাদের সব হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয় টিএমসিপি-কে নিশানা করেছে এসএফআই। এই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল এবং বিক্ষোভ দেখায় এসএফআই।
রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয়েছে এসএফআই। হয়েছে বিকাশ ভবন অভিযান। ছাত্রদের সেই মিছিলে নামিয়ে আনা হয়েছে পুলিশের আক্রমণ। গ্রেপ্তার করা হয় তাদের।
Comments :0