SFI Jadavpur

যাদবপুরে শিক্ষামন্ত্রীর সভা ঘিরে তৃণমূলের হামলা, আক্রান্ত ছাত্ররা

কলকাতা

তৃণমূলের হামলার প্রতিবাদে অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

ওয়েবকুপার সভা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই এবং অন্য সংগঠনগুলি সরব ছিলই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেপুটেশন দিতে চেয়েছিল। এসএফআই নেতৃত্ব জানিয়েছে যে বিক্ষোভের মধ্যে সংগঠনের দুই কর্মী অভিনব বসু ও রাসেল পারভেজের পায়ের ওপর দিয়ে চালানো হয় গাড়ি। অন্য  একটি ছাত্র সংগঠনের কর্মীরও মাথা ফেটেছে তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণে। ছাত্রদের অভিযোগ, তৃণমূল তাদের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার এই সভার জন্য বাইরে থেকে লোকজন জড়ো করেছিল। এসএফআই কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায় জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর হামলা চালিয়েছে। 

শনিবার, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠকে বিক্ষোভ দেখায় এসএফআই। শনিবার যাদবপুরের ওএটিতে বৈঠক ছিল ওয়েবকুপার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে স্লোগান তোলে এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

ছাত্র বিক্ষোভের জেরে ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র বিক্ষোভের জেরে বেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসএফআইয়ের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাঁদের পোস্টার হোর্ডিং ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। সেই থেকে শুরু হয় ঝামেলা। অভিযোগ ওয়েবকুপার বার্ষিক সভার জন্য তাদের সব হোর্ডিং সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয় টিএমসিপি-কে নিশানা করেছে এসএফআই। এই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল এবং বিক্ষোভ দেখায় এসএফআই। 

রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয়েছে এসএফআই। হয়েছে বিকাশ ভবন অভিযান। ছাত্রদের সেই মিছিলে নামিয়ে আনা হয়েছে পুলিশের আক্রমণ। গ্রেপ্তার করা হয় তাদের। 

Comments :0

Login to leave a comment