TMC

ছ’টি আসনেই জয়ী তৃণমূল

রাজ্য

উপ-নির্বাচনে দুটি আসনে এক লক্ষের বেশি ভোট জয়ী হলো তৃণমূল। সিতাই এবং হাড়োয়া এই দুই কেন্দ্রে এক লাখের বেশি ভোটে হয়েছে শাসক দলের প্রার্থীরা। সিতাই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া কোচবিহারের সাংসদ হওয়ায় ওই কেন্দ্রে উপ-নির্বাচন হয়। কয়েক মাস আগে জগদীশ কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিল ১ লক্ষ ৬২ হাজারের বেশি ভোটে। এবার তার ফেলে আসা বিধানসভা আসনে তার দলের প্রার্থী সঙ্গীতা রায় জয়ী হলেন ১ লক্ষ ৩০ হাজার ভোটে। এর আগে উদয়ন গুহ তৃণমূল নেতা উপ-নির্বাচনে ১ লাখের বেশি ভোটে ওই জেলা থেকেই জয়ী হয়েছিলেন। 

হাড়োয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী রবিউল ইসলামও প্রায় ১ লাখ ৫৭ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। তিনিও প্রাক্তন তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের রেকর্ড ভেঙে দিয়েছেন।

রাজ্যের যেই ছয়টি আসনে উপ-নির্বাচন হয়েছে তার সব কটাই নিজেদের দখলে নিয়েছে শাসক দল। একটি আসনেও জয়ী হতে পারেননি বিরোধীরা।

ফলাফল ঘোষনার পর সভাব সিদ্ধ ভঙ্গিতে শাসক দলের প্রার্থী এবং নেতাদের মুখে শোনা যাচ্ছে এই জয় উন্নয়নের জন্য। কিন্তু বাস্তব অন্য কথা বলছে হাড়োয়া এবং সিতাই যেই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল ওই দুই কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। কোথাও বিরোধীদের বসতে দেওয়া হয়নি তো কোথাও বুথ দখল করে চলেছে দেদার ছাপ্পার। লোকসভা ভোটে এই কেন্দ্র গুলো থেকে শাসক দলের প্রার্থীরা যেই ব্যবধানে জয়ী হয়েছিল সেই ব্যবধান ছাপিয়ে গিয়েছে উপ-নির্বাচনে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দুই কেন্দ্রে শাসক দলের বিপুল জয় বুঝিয়ে দিচ্ছে কি ভাবে ভোট হয়েছে। প্রায় লোকসভা ভোটের ব্যবধানে উপ-নির্বাচনে জয় প্রমান করে দিচ্ছে এই জয় ‘ছাপ্পার জয়’।  

Comments :0

Login to leave a comment