West bengal by election result

গায়ের জোরে চার আসনে জয়ী হলো তৃণমূল

রাজ্য

ভোট লুঠ করে বিধানসভা উপ-নির্বাচনে রাজ্যের চারটি আসনে জয়ী হলো তৃণমূল। অন্য নির্বাচন গুলোর মতো বিধানসভা উপ-নির্বাচনকে প্রহসনে পরিনত করেছিল রাজ্যের শাসক দল। বুধবার মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে দাপিয়ে বেড়ায় শাসকের বাহিনী। বুথ দখল থেকে ছাপ্পা ভোট। ফের সাক্ষী থেকেছে রাজ্য। লোকসভা নির্বাচনে জয়ের পরও ভোট লুঠ করে চারটি আসনে জিততে হলো তৃণমূলকে।

শনিবার ভোট গননার প্রথম থেকেই এই আসন গুলোয় এগিয়ে ছিল শাসক দল। মানিকতলা আসনে ৬২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে।

রানাঘাট দক্ষিণে বিজেপি থেকে তৃণমূলের আসা মুকুটমণি অধিকারিকে প্রার্থী করেছিল তৃণমূল। তার জয়ের ব্যবধান ৩৭,০০৬ ভোট।

বাগদা আসন থেকে জয়ী হয়েছে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। তার জয়ের ব্যবধান ৩৪ হাজারের বেশি। 

রানাঘাটে জয়ী হয়েছে আর এক দল বদল করা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ৫০ হাজার ভোটে তিনি জয়ী হয়েছেন।

উল্লেখ্য মুকুটমণি এবং কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে জয়ী হন। তারপর যোগ দেয় তৃণমূলে। লোকসভা ভোটের আগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূল প্রার্থী হিসাবে তারা লোকসভায় প্রতিদ্বন্দিতা করেন। রানাঘাটে মুকুটমণি এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী দুজনেই পরাজিত হন। 

২০২১ এর নির্বাচনে বাগদা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস। তারপর সেও জায় তৃণমূলে। লোকসভায় বনগাঁ আসন থেকে তৃণমূলের টিকিটে লড়লেও পরাজিত হন তিনি। 

Comments :0

Login to leave a comment