Tornado

আচমকা টর্নেডোয় লন্ডভন্ড হুগলী, ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর

রাজ্য

ছবি - অভীক ঘোষ।

একদিকে নাগাড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে ভয়াভয় পরিস্থিতি ডেকে আনলো। কলকাতা সহ জেলাজুড়ে লাগাতার বৃষ্টিতে জনজীবনের অবস্থা ক্রমশ খারাপ হতে চলেছে। অন্যদিকে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হুগলীর তারকেশ্বর ও ধনেখালি এলাকায় বেশ কয়েকটি গ্রাম। কয়েক মিনিটের ঝড়ের কারণেই ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ গ্রামীণ এলাকা। একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়িও। কোথাও আবার বাড়ির চাল উড়ে গিয়েছে। ঘটনা স্থলে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী পৌছেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যা শনিবার ৬ টা নাগাদ একটি ঘূর্ণি ঝড় লক্ষ করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। ৩০ থেকে ৪৫ সেকেন্ডের ঘূর্ণি ঝড়ে মারাত্মক ক্ষতি হয়ে যায়। তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় ঘূর্ণি ঝড়,শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালীর নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিক সরে যায়। ঘূর্ণি ঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও নিশ্চিন্তপুর ,হবিবপুর মোহন পুর হয়ে সোনাগরিয়ার দিকে সরে যায় ঘূর্ণি ঝড় যার প্রভাবে ভেঙে পড়ে গাছ পালা ও ঘর বাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করে একটা ঝড় পাক দিয়ে উঠল। এরপর নিমিষে সব তছনছ করে দিয়ে গেলো। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। সন্তোষপুর গ্রাম স্থানীয় মানুষেরা জানান সন্তোষপুরে প্রায় কুড়িটা বাড়ির চাল উড়ে গেছে, পনেরোটা বড় বড় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিড়ে গেছে। ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে চাষেও। প্রশাসনের সহযোগিতায় উদ্ধার কার্য শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment