ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল এক দল হাতি। দলে ছিল একটি শাবক সহ তিনটি দাঁতাল হাতি। বৃহস্পতিবার বিকেলে মহানন্দা অভয়ারন্যের ঘটনা। শুক্রবার একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। সেই ভিডিও মারফৎ রেল কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।
রেল ও বনদপ্তর সূত্রে জানা গেছে, ১৫৪৬৮ ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেলে বামনহাট থেকে শিলিগুড়ি জংশনের দিকে রওনা হয়। নিউ মাল জংশন স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে আসার পথে সেবক এবং গুলমার মাঝে মহানন্দা অভয়ারন্য পার করার সময় আচমকাই একটি শাবক সহ তিনটি বুনো দাঁতাল হাতিকে রেললাইন ধরে হাঁটতে দেখা যায়। রেলের লাইনের ওপর হাতি দেখতে পেয়েই ট্রেনের লোকো পাইলট জে এন আনসারি এবং অ্যাসিস্টেন্ট লোকো পাইলট জি ঘোষের তৎপরতায় জরুরীকালীন ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রন করা হয়। এরপর রেল লাইন ধরে চলতে চলতে শাবক সহ হাতিরা মহানন্দা অভয়ারন্যে ঢুকে পড়ে। লাইন পরিষ্কার হলে ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়।
প্রসঙ্গত মহানন্দা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ওই রূট হাতি চলাচলের করিডর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই রূট ধরে দিনে রাতে প্রচুর হাতি চলাচল করে। এছাড়াও বন্যপ্রানীরা রেললাইন পারাপার করে অভয়ারন্যের এপাড় থেকে ওপাড়ে যাতায়াত করে। তাই মাঝেমধ্যেই হাতি সহ বন্যপ্রানীরা রেললাইনে চলে আসে। এই বিষয়ে মহানন্দা অভয়ারন্যের ডিএফও বিশ্বনাথ প্রতাপ বলেন, রেলের তরফে ওই লাইনে প্রতি ঘন্টায় ২০কিমি গতিবেগে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ট্রেনের সাথে বন্যপ্রানীদের সংঘাত এড়ানো অনেকটাই সম্ভব হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে।
Comments :0