Liquor

চোলাই মদ পান করে তুফানগঞ্জ মৃত ১, অসুস্থ এক

জেলা

চোলাই মদ খেয়ে আশঙ্কাজনক চিরঞ্জিত বর্মন। ছবি -অমিত কুমার দেব।

চোলাই মদ পান করে মৃত্যু হল একজনের, আশঙ্কাজনক আরও একজন। ঘটনাটি তুফানগঞ্জ ২নং ব্লকের বারোকোদালি ১নং গ্রাম পঞ্চায়েতের হরিরহাট ভান্ডি জেলাস নেতাজি ইটভাটা এলাকায়। মৃত ব্যক্তির নাম চক্রধর মানতা ওরফে ক্যাচাল মানতা (৫৫) এবং আশঙ্কাজনক ব্যক্তির নাম চিরঞ্জিত বর্মন ওরফে চিরণ বর্মন। দুজনেরই বাড়ি হরিরহাট ভান্ডি জেলাস এলাকায়।  
জানা গেছে , অন্যান্য দিনের মতো মঙ্গলবারও নেতাজি ইটভাটায় কাজ করতে আসেন তারা। বিকেলে কাজ শেষে সকলে মিলে চোলাই মদ পান করতে বসেন। সকলে কমবেশি খেলেও চক্রধর মানতা এবং চিরঞ্জিত বর্মন দুজনে জেদের বসে অত্যধিক পরিমাণে খেয়ে নেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়লে,  তাদেরকে তড়িঘড়ি নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। এখানেই চক্রধর মানতাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। চিরঞ্জিত বর্মনকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।
তবে বিষ মদ পান করে এই ঘটনা হয়েছে কিনা? তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন বলে জানা গেছে। গোটা কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় গজিয়ে উঠেছে এই চোলাই মদের ঠেক। প্রশাসনিক গাফিলতিতেই রমরমিয়ে বাড়ছে এই অবৈধ ব্যবসা। এই ঠেকগুলি বন্ধ করবার ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ গ্রহণ করে না পুলিশ প্রশাসন কিংবা আবগারি দপ্তর এমনই অভিযোগ বারবার ওঠেছে। এই ঘটনার পর প্রশাসনের টনক নড়ে কিনা! এটাই এই মুহূর্তে দেখার বিষয়।

Comments :0

Login to leave a comment