ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া, ত্রিবেনী কালিতলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়লো দুষ্কৃতীরা। দুটি বাইক, আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া আদালতে পাঠানো হয়। আদালত ৬ দিনের পুলিশ হেফাজত দিয়েছে।
ধৃত কৃষ্ণপদ মন্ডলের বাড়ি নদীয়ার চাকদা, অলোক বিশ্বাসের বাড়ি নদীয়ার গাংনাপুর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সারে দশটা নাগাদ পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে এস টি কে কে রোড দিয়ে দুটি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। কালনায় ডাকাতির পর বলাগড় থানায় খবর আসে। সেই সময় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলাগড় থানায় ছিলেন। হুগলি গ্রামীণ এলাকার সব থানাকে সতর্ক করা হয়। বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা তল্লাশি।
বলাগড়ে নাকা চলছে দেখে করোলা মোর দিয়ে পান্ডুয়ার দিকে যাওয়ার চেষ্টা করে ডাকাত দল। বলাগড় পান্ডুয়া বর্ডারে তল্লাশি অভিযান জারি থাকায় সেখান থেকে বাইক ঘুরিয়ে আবার এস টি কে কে রোড ধরে মগড়ার দিকে এগোতে থাকে। মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি করছিল। সেসময় দুটি নম্বর প্লেট হীন বাইকে চার দুষ্কৃতী কল্যানী ব্রিজের দিকে যাচ্ছিল। পুলিশ গাড়ি দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ। বিটিপিএস টাউনশিপ গেটে পুলিশের গাড়ি লক্ষ করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।
আর টি মোবাইল ভ্যান থেকে অন্য পুলিশদের সতর্ক করে দেওয়া হয়। কালিতলা ব্রীজের কাছে রাস্তা আটকায়। ব্রীজের উপর বিপরীত দিক থেকে একটা গাড়ি সামনে এসে যাওয়ায় বাইক নিয়ে রেলিং এ ধাক্কা মারে দুষ্কৃতীরা। পিছনে চলে আসে পুলিশের ভ্যান। দুষ্কৃতীদের কাছে ছিল ব্যাগ ভর্তি বোমা। সেই ব্যাগ ছুঁড়ে মারে গাড়ির সামনে। পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। দুজন পুলিশ কর্মী আহত হন।
আটক দুই দুষ্কৃতীকে চুঁচুড়া আদালতে পেশ করা হচ্ছে। ছবি অভীক ঘোষ।
সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। ধ্বস্তাধস্তিতে ব্রীজের নীচে পরে যায়। তবু দুষ্কৃতীকে ধরে রাখে। পরে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত এক জনের কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান,‘‘আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। ধৃতদের কাছ থেকে ডাকাতির গহনা নগদ টাকা উদ্ধার হয়েছে।’’
হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘দুটো বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল। নাকা চেকিং এর সময় আরটি গাড়িতে বোমা মেরেছে। পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে। দুটি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল পরে আরো একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল। পুলিশের কারোর বড় ক্ষতি না হলেও গাড়ির ক্ষতি হয়েছে।’’
Comments :0