চা বাগানে দল ছুট বাইসনের তাণ্ডবে আহত হলেন দুই শ্রমিক। ঘুম পাড়ানি গুলিতে কাবু। শুক্রবার দুপুরের ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের তেলিপাড়া চা বাগান ৮৮ নং সেকশনে। মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে দিনভর গ্রাম থেকে চা বাগান দাপিয়ে বেড়ায় বাইসনটি। এদিন সকাল ছটা নাগাদ চা বাগানের মধ্যে বাইসনকে দেখতে পান বাগানের শ্রমিকরা। তারপর দুপুর পর্যন্ত দাপিয়ে বেড়ায় বাইসনটি। বন দপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে বাইসনকে কাবু করে। স্থানীয় ও বনদপ্তর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন দুপুরে তেলিপাড়া চা বাগান থেকে হঠাৎ একটি বাইসন আম্বাডিপা এলাকায় ঢুকে পড়ে। আচমকা বাইসনের হানায় অনেকেই পালিয়ে বাঁচলেও দুজন ঘটনায় আহত হন। আহতরা হলেন আমন ওরাও ও সুষমা খালকো। তাঁরা আমাডিপা গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। প্রাথমিক ভাবে বাইসনটিকে কাবু করার চেষ্টা করলেও ব্যর্থ হন বনকর্মীরা। এরপর ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড সূত্রে জানানো হয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এদিন বিকেলে সুস্থ হওয়ার পর বাইসনটিকে খুট্টিমারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরাঘাট রেঞ্জের আধিকারিক চন্দন ভট্টাচার্য বলেন, ‘‘সকাল বেলা চা বাগানের শ্রমিকরা খবর দেন বাইসনের হামলায় আহত হয়েছেন দুজন। আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরাও আসেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বাইসনটি মরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল।’’
Bison Attack
চা বাগানে বাইসনের তাণ্ডব, আহত দুই
×
Comments :0