স্কুলের বাইরে রাস্তায় হঠাৎ বিস্ফোরণ আহত দুই পঞ্চম শ্রেণির পড়ুয়া। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার খরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়। আহত দুই পড়ুয়ার নাম শিবা রায় এবং সায়ন চক্রবর্তী।
স্কুলের পাশে রাস্তা তৈরীর খোয়া পড়েছিল। স্থানীয়দের বক্তব্য সেই খোয়ার হাত দিতেই বিস্ফোরণ। তাঁরা জানিয়েছেন আহত দুই ছাত্র সহ কয়েক জন ছাত্র খেলার মাঝেই রাস্তার পাশে থাকা পাথর কুড়োচ্ছিল। পাথরের উপরে একটি সাদা তার মতন পড়েছিল। স্কুল সংলগ্ন এলাকায় পড়ে থাকা ওই তারে হাত দিতেই এই বিস্ফোরণ। বিস্ফোরণে আহত হয়ে ঘটনাস্থলেই যন্ত্রণায় কাতরাতে থাকে দুই পড়ুয়া। একজনের আঙুলে গুরুতর চোট পেয়েছে আরেক জন ছাত্র সামান্য যখম হয়েছে। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিবার তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’জনের চিকিৎসা করা হয়েছে। বিষ্ফোণের ঘটনা নিয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘‘ওখানে পাথরের মধ্যে ইলেকট্রনিক্স ক্যাপাসিটর ছিল। এটি থেকে ছোট একটি বিস্ফোরণা হয়। এই ধারনের ক্যাপাসিটর সাধারণত ফ্যানে অথা টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। তবে কী থেকে বিস্ফোরণ হয়েছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশ।’’
Explosion in Bangaon
বনগাঁয় বিস্ফোরণ, জখম দুই পড়ুয়া
×
Comments :0