মঙ্গলবার সপ্তমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একনজরে দেখে নেওয়া যাক এই বাজেটে কোন কোন দাম কমার এবং বাড়ার কথা উল্লেখ করা হয়েছে।
সীতারামন এদিন যেই বাজেট পেশ করেছেন তাতে বলা হয়েছে মোবাইল ফোনের মূল আমদানি শুল্ক কমবে ১৫ শতাংশ।
দাম কমার তালিকায় আছে সোনা এবং রূপ। ৬ শতাংশ কমবে মূল আমদানি শুল্ক।
তিনটি ক্যান্সারের ওষুধের মূল আমদানি শুল্ক কমবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দাম বাড়ছে যেই সব জিনিসের তা হচ্ছে মোবাইলের যন্ত্রাংশের। মূল আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এর ফলে প্রশ্ন থাকছে মোবাইলের দাম কমার কথা হলেও যন্ত্রাংশের দাম বাড়ালে কি ভাবে মোবাইল সস্তা হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
অ্যামোনিয়াম নাইট্রেট, মাটিতে মিশে যায় না এমন প্লাস্টিকের মূল আমদানি শুল্ক বাড়ানো হয়েছে এই বাজেটে। অ্যামোনিয়াম নাইট্রেটের মূল আমদানি শুল্ক বেড়ে হয়েছে ১০ শতাংশ, মাটিতে মিশে যায় না এমন প্লাস্টিকের মূল আমদানি শুল্ক বেড়ে হয়েছে ২৫ শতাংশ।
Budget 2024
মোবাইলের শুল্ক কমলেও বাড়ছে যন্ত্রাংশের দাম
×
Comments :0