Union Budget 2024-25

পূর্বদয় স্কিমে বাংলার বরাদ্দ নিয়ে ধোঁয়াশা

জাতীয়

বাংলা থেকে ১২ জন সাংসদ থাকলেও পূর্বদয় স্কিমে পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে সুস্পষ্ট উচ্চারণ শোনা গেল না অর্থমন্ত্রী মুখে। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন তাঁর টানা সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করছেন, তখন বিহার ও অন্ধ্রপ্রদেশের দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘‘বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা পূর্বোদয় তৈরি করব’’। গোটা "পূর্বোদয় স্কীম" এ পূর্ব ভারতের চারটে রাজ্য আছে। তার মধ্যে বাংলার উন্নয়নে কতো টাকা বরাদ্দ ইত্যদি সেই বিষয় কোনো নির্দিষ্ট ঘোষণা না করায় ক্রমশ ধোঁয়াশা বাড়ছে। বাজেটে একটি পুরোনো প্রকল্পের উল্লেখ করে দায়সারা মনোভাব দেখান অর্থমন্ত্রী। সেই প্রকল্পটি হল অমৃতসর কলকাতার মধ্যে শিল্প করিডোর স্থাপনের প্রতিশ্রুতি, সেটাও আবার গয়ার উন্নয়নের সাথে সম্পর্কিত।

Comments :0

Login to leave a comment