স্কুলের মধ্যে থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালি বস্তি এলাকায়। জানা গেছে, মৃত শিক্ষকের নাম সৌরভ কুমার রায়(৩২)। শিলিগুড়ি সংলগ্ন আশিঘর ফাঁড়ির অন্তর্গত বাদুরবাগান এলাকার বাসিন্দা। শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালিবস্তি এলাকার ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন ওই শিক্ষক। জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিক্ষক প্রতিদিনের মতোই স্কুলে আসেন। কিন্তু স্কুল শেষে আর বাড়িতে না ফেরায় খোঁজখবর শুরু হয়। পরিবারের তরফে স্কুল কর্তৃপক্ষকেও ফোন করে জানানো হয়েছিলো শিক্ষকের না ফেরার বিষয়টি। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে পরিবারকে জানানো হয় স্কুলে কেউ নেই। অনেক খোঁজাখুজির পরে সন্ধান না পেয়ে শিক্ষকের পরিবার আশিঘর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করতে গেলে, সেখানে থেকে শিক্ষকের পরিবারকে আমবাড়ি ফাঁড়িতে যাবার জন্য বলা হয়। পুলিশের পক্ষে ওই শিক্ষকের মোবাইল ফোন ট্র্যাক করা হলে নেপাল বর্ডারের কাছাকাছি মেচি নদী ও পানিট্যাঙ্কি সংলগ্ন এলাকার লোকেশন জানা যায়। অনেক রাতে স্কুলের তরফে পরিবারের কাছে একটি ফোন আসে। জানানো হয় স্কুলের একটি ঘর অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। পরে স্কুলের সেই ঘর থেকেই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগ, শিক্ষককে খুন করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শিক্ষকের পরিবার। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। খুন না আত্মহত্যা গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Unnatural Death
স্কুলের মধ্যেই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
×
Comments :0