Water Crisis

পানীয় জলের সঙ্কট পুরুলিয়ার বান্দোয়ানে

খেলা

Water Crisis কল আছে। কিন্তু জল আসে না। গত দশ দিন ধরে নল বাহিত পানীয় জল সরবরাহ বন্ধ।



সারি সারি কল আছে। কিন্তু সে কলে জল পড়ে না গত দশ দিন ধরে। এলাকার মানুষকে পানীয় জলের জন্য দূর-দূরান্তে যেতে হচ্ছে। তীব্র গরমে সামান্য পানীয় জল সংগ্রহ করতে নাকাল হচ্ছেন পুরুলিয়ার বান্দোয়ান এলাকার মানুষজন।  উন্নয়নের জোয়ারে ভাসা জঙ্গলমহল বান্দোয়ানের মানুষের প্রশ্ন সামান্য জল টুকু কি তারা পেতে পারেন না? নল বাহিত পানীয় জল কেন তারা পাচ্ছেন না সে বিষয়ে তারা অন্ধকারে রয়েছেন। প্রশাসনের দাবি যান্ত্রিক গোলযোগ। কিন্তু সে গোলযোগ কবে ঠিক হবে সেটা কেউ জানেন না।


বান্দোয়ানের টটকো জলাধার থেকে জল উত্তোলন করে তা পরিশোধনের পর সরবরাহ করা হয় বান্দোয়ান গ্রাম পঞ্চায়েত এবং সুপুডি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জায়গায়। রাস্তার ধারে ধারে জল সরবরাহের জন্য কল বসানো আছে। এলাকার মানুষের দাবি গত ১০ দিন ধরে সে কলে সামান্যতম জল পড়ছে না। সামান্য পানীয় জল সংগ্রহ করার জন্য মানুষকে বহু দূরে নলকূপে যেতে হচ্ছে  চড়া রোদে। সেই জল আনতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষজন। তাদের দাবি অবিলম্বে যান্ত্রিক গোলযোগ দূর করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হোক।

Comments :0

Login to leave a comment