International Mother Language Day

রাজ্যজুড়ে পালিত ভাষা দিবস

রাজ্য জেলা

পুরুলিয়ার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের ভাষা দিবসের শ্রদ্ধার্ঘ্য। ছবি ভাস্কর দাশগুপ্ত।

বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা, সর্বোপরি ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েই শুক্রবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা ভাষা শহীদ দিবস পালন হয়েছে। এদিন গোটা কোচবিহার জেলা জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা ভাষা শহীদ দিবস পালন করল বিভিন্ন সংগঠন।
দিনহাটায় কিশোর বাহিনী, ভারতীয় গণনাট্য সংঘ এবং ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্যমঞ্চের যৌথ উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনহাটা শহরের পূর্ত দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিনহাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় শহরের পাঁচ মাথা মোড়ে। এখানেই শহীদ বেদীতে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শিলিগুড়ি সহ সমগ্র দার্জিলিঙ জেলা জুড়ে যথাযত মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দার্জিলিঙ জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার সকালে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে প্রভাত ফেরি হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দার্জিলিঙ শাখার সদস্যরা একত্রিত হন শিলিগুড়ি মুখ্য ডাকঘর লাগোয়া গান্ধী মূর্তির সামনে। সেখান থেকে পদযাত্রা করে বাঘাযতীন পার্কের ভাষা শহীদ স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দার্জিলিঙ জেলা সভাপতি ড. সঞ্জীবন দত্ত রায়, সম্পাদক পার্থ প্রতীম মিত্র, তাপস চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। একই সাথে সংগঠনের দার্জিলিঙ জেলা কমিটির মুখপত্র ‘সংবর্তিকা’র ভাষা সংখ্যার মলাট উন্মোচন করেন সংগঠনের দার্জিলিঙ জেলা কমিটির সভাপতি অধ্যাপক সঞ্জীবন দত্ত রায়। এছাড়াও ছিলেন শহরের বিশিষ্ট সাহিত্যিক, কবি সহ বিশিষ্টজনেরা।

এদিন উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভারতীয় গণনাট্য সংঘ রায়গঞ্জ হেমতাবাদ ডালখোলা, ইটাহার, কালিয়াগঞ্জ চোপড়া, ইসলামপুরেও যথাযথ মর্যাদায় দিনটা স্মরণ করা হলো। রায়গঞ্জের অনুষ্ঠানে সংঘের জেলা সম্পাদক সুজিত গোস্বামী, ইটাহারে লেখক শিল্পী সংঘের সভাপতি ভানু কিশোর সরকার, ডালখোলাতে সুজিত বোস দিনের তাৎপর্য আলোচনা করেন। ঘড়ি মোড়া গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্দোগে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশে 'রেড বুক 'দিবস  উদযাপিত হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যামিনী মজুমদার ভবনের সভা কক্ষে এবং গঙ্গারামপুর এরিয়া কমিটির অফিসে। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির সূচনা হয়।  গঙ্গারামপুরে আলোচক ছিলেন বর্ষীয়ান সিপিআই(এম) নেতা মানাবেশ চৌধুরী, জীবন সরকার সহ অন্যান্য নেতৃত্ব।
পুরুলিয়া জেলা জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি পুরুলিয়া জেলা কমিটির বানসা জামবাদ পিররা ইউনিটের উদ্যোগে বানসা দিবাকর মাহাতো হাইস্কুলে আয়োজিত হয়। শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন হয়। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক অভিজিৎ ঘোষ। তিনি বলেন, দেশের বহুত্ববাদী গণতান্ত্রিক সংস্কৃতি বিপদগ্রস্ত। যেকোনো মূল্যে একে রক্ষা করতেই হবে। 
একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এদিন যুবদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পূর্বস্থলীতে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূর্বস্থলী- ১ আঞ্চলিক কমিটির  উদ্যোগে সমুদ্রগড় স্টেশন চত্বরে ৪৮ জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন।
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বীরভূম জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সাঁইথিয়ার বলাকা ক্লাব প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়। আন্তজার্তিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বাখ্যা করে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কার্যকরি সভাপতি বিকাশ রায়। তিনি বলেন, ভাষা হচ্ছে মাতৃদূগ্ধ সমান। মাতৃভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি দেশের জন্মহয়। সেই দেশের নাম বাংলাদেশ। আজ সেই দেশ মৌলাবাদীদের দখলে। এই সুযোগে এদেশেও আরএসএস বিজেপি সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় ৭৯টি স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। প্রভাত ফেরি, মিছিল, সভা ও  আলোচনা সভার মাধ্যমে দিবসটি তাৎপর্য তুলে ধরা হয়। মেদিনীপুর শহর, ঘাটাল, খড়্গপুর, চন্দ্রকোনা, সবং, ডেবরা, রাধামোহনপুর, দাসপুর, খাকুড়দা, নারায়নগড়, দাঁতন সহ আরও  ২২টি স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে শহীদ বেদীতে মাল্যদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি সংগঠিত হয়। এছাড়া সবং এর বলপাই ও ঝাড়গ্রাম শহরে বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা সংগঠিত হয়। ঝাড়গ্রাম শহরের বলকা হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতির রাজ্য সম্পাদক অনুপ সরকার, নভেন্দু হোতা প্রমুখ। মেদিনীপুর শহরে একাধিক ওয়ার্ডে ছাত্র যুব মহিলাদের উদ্যোগে প্রভাত ফেরি সহ সভা হয়।
মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র ও একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির উদ্যোগে ২ দিন ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলো যাদবপুরে। বৃহস্পতিবার প্রতিকুল আবহাওয়ার মধ্যে  যাদবপুর সুপার মার্কেটের সামনে বিকাল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত বইমেলা, গান, কবিতা, আলোচনা সভা  হয়। আলোচনা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জয়দীপ ঘোষ, নাট্যকর্মী প্রদীপ সেনগুপ্ত প্রমুখ। আট বছরের শিশু কিঞ্জল হালদার নৃত্য নাট্যের মাধ্যমে মেঘনাদ বধের অংশবিশেষ উপস্থাপন করে। একুশের সকাল বেলা "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" এই অমোঘ গান গাইতে গাইতে প্রভাত ফেরি হয় গাঙ্গুলি বাগান থেকে সুকান্ত সেতু পর্যন্ত। শহীদ বেদিতে মাল্যদান করা হয়। একুশে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কথা সাহিত্যিক আনসার উদ্দিনকে। নদীয়া জেলার ধুবুলিয়া থেকে তিনি এসেছেন। তিনি মাঠে কাজ করা একজন কৃষক। মানপত্র,বই,গামছা, গাছের চারা দিয়ে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment