Minakshi Mukherjee

তদন্তের জন্য ডাকলে আবার আসবো : মীনাক্ষী

রাজ্য

সিবিআই দপ্তর থেকে বেরোলেন মীনাক্ষী মুখার্জি। আর জি কর কাণ্ডে তদন্তের সহযোগীতার জন্য মীনাক্ষীকে সাহায্যের অনুরোধ করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে। এদিন সকালে আইনজীবীকে সাথে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক। দীর্ঘক্ষণ তার থেকে বিভিন্ন বিষয় জানেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকরা।
এদিন মীনাক্ষী বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যা জানতে চেয়েছিল তা জানিয়েছি। প্রয়োজনে ডাকলে আবার আসবো।’ তিনি আরও বলেন, দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য চেষ্টা চালিয়ে যাবো।
গত ৯ আগস্ট আর জি করের মর্গ থেকে দেহ যখন পরিবারের সদস্যদের আড়ালে পানিহাটি নিয়ে যাচ্ছিল পুলিশ সেই সময় শববাবহী শকট আটকায় মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা। নির্যাতীতার পরিবারের সাথে বার বার দেখাও করেছেন তারা। পাশা থাকার আশ্বাস দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বামপন্থী ছাত্র, যুব, মহিলারা। যার ফলস্বরূপ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে কলতান দাশগুপ্তদের মতো একাধিক বামপন্থী কর্মীদের।

Comments :0

Login to leave a comment