বিকেল ৫:৩০ মিনিটে মুম্বাইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে শপথ নেবেন। বুধবার রাজ্যপালের সাথে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে অজিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। কিন্তু শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের প্রাকতন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে হেয়ালি রেখেই বলেছেন, ‘আগামীকাল বিকেলে দেখা যাবে’।
এদিন শিবসেনার বিধায়করা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শিন্ডে যদি উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ না নেয় তবে তারাও শপথ নেবেন না। সূত্রের খবর মুখ্যমন্ত্রী দুই উপ-মুখ্যমন্ত্রীর পাশাপাশি ২১ জন মহাইউতির বিধায়ক শপথ নেবেন। তিন দলের থেকে সাত জন করে মন্ত্রী হিসাবে শপথ নেবেন। সূত্রের খবর ফড়নবিশের সাথে বৃহস্পতিবার সকালে আলোচনার পর উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে রাজি হয়েছেন শিন্ডে।
Comments :0