প্যালেস্তাইনের পতাকা নিয়ে মহরমের মিছিলে হাঁটার দায়ে কড়া আইনে জারি হয়েছে মামলা। এই ফৌজদারি মামলা তুলে নেওয়ার দাবি জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো।
প্যালেস্তাইনের পতাকা নেওয়ার দায়ে যাদের গ্রেপ্তার বা আটক করা হয়েছে, তাদেরও মুক্তির দাবি জানানো হয়েছে।
বেআইনি কার্যকলাপ রোধ আইন বা ইউএপিএ এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় দায়ের হয়েছে মামলা। জম্মু ও কাশ্মীর, বিহার মধ্য প্রদেশ এবং ঝাড়খণ্ডে এমন মামলা দায়ের হয়েছে।
পলিট ব্যুরো বলেছে, যেখানে এমন মামলা দায়ের হয়েছে তার বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য নয়তো কেন্দ্রশাসিত অঞ্চল। দেশের বিজেপি সরকার প্যালেস্তাইনের জন্য সমর্থনের কথা বলা চলেছে। কিন্তু এদের আসল চেহারা কী বোঝা যাচ্ছে মামলা দায়েরের পদক্ষেপে। প্যালস্তাইনের পক্ষে জনতার সমর্থন সহ্য করতে পারছে না সরকার।
সিপিআই(এম)’র দাবি, কেন্দ্রের সরকারকে প্যালেস্তাইনের পক্ষে সংহতি জানাতে হবে। ইজরায়েলকে দখল করা জমি থেকে সরে যাওয়ার জন্য বলতে হবে। ১৯৬৭’র সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্তাইনের দাবিকে সমর্থন করতে হবে।
PALESTINE RALLY
প্যালেস্তাইনকে সংহতিতে গ্রেপ্তারি, মামলা প্রত্যাহারের দাবি সিপিআই(এম)’র
×
Comments :0