Tribal People Protest

ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে বানারহাটে বিক্ষোভ আদিবাসীদের

জেলা

বানারহাটে মুখ্যমন্ত্রীর সভার দুদিন বাদেই ধূপগুড়ি থানা এলাকার এক আদিবাসী মহিলাকে অস্ত্র দেখিয়ে জোর করে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে চার দুস্কৃতী। ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হলেও এখনো এক অভিযুক্ত অধারা। তাকে গ্রেপ্তারের দাবিতে এদিন রাস্তায় নামল আদিবাসী সমাজ নামে একটি সংগঠন।
বানারহাটের গয়েরকাটা এলাকায় প্লাকার্ড হাতে মিছিল করে বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের একাংশ। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করবে পুলিশ ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। প্রয়োজনে তীর ধনুক নিয়েও পরবর্তীতে নামবে বলে হুঁশিয়ারি দেন। এদিন গয়ারকাটা চা বাগান থেকে এই মিছিলটি বের হয়। গয়েরকাটা চৌপতি এলাকায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। মিছিল এবং বিক্ষোভকারীদের পক্ষে বিরাজ লাকরা বলেন,‘‘এই ঘৃন্য কাজের সাথে যুক্ত অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি করছি। পুলিশ  যদি সঠিক ভাবে তদন্ত  না করে সব অপরাধীদের গ্রেপ্তার না করে তাহলে আমরা বড় আন্দোলনে যাব।


 

Comments :0

Login to leave a comment