‘‘প্রাথমিক বিবেচনায় আপনি দুর্নীতিগ্রস্ত। ফলে, জামিনের আবেদন বিচারে দু’বছর লেগেছে তো কী হয়েছে, আরও সময় লাগতে পারে।’’
জামিনের আবেদন জানানো তৃণমূল নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে এই সুরেই তিরস্কার করল সুপ্রিম কোর্ট।
বুধবার শীর্ষ আদালতে পার্থ চ্যাটার্জির জামিনের শুনানি হয়েছে। বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চে চলছে শুনানি।
তামিলনাডুর মন্ত্রী সেন্থিল বালাজীর জামিনকে হাতিয়ার করে এধিন পার্থ চ্যাটার্জির পক্ষে সওয়াল করা হয়।
বিচারপতিরা বলেন, ‘‘দু’টি ঘটনার মধ্যে তুলনা টানার কারণ নেই। ওই মন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে বলে আপনাকেও দিতে হবে? দেশের সব মন্ত্রীদের কোনও ‘অ্যাসোসিয়েশন’ নেই।’’
এই তৃণমূল নেতা শিক্ষা দুর্নীতি মামলায় জামিনের আবেদনে সহ অভিযুক্তদের জামিনের উদাহরণও দিয়েছেন।
কড়া সুরে সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘অন্য কারও তুলনা টেনে জামিনের আবেদন করার আগে খানিকটা অন্তত লজ্জা পাওয়া উচিত। আপনি মন্ত্রী ছিলেন। বাকিরা অভিযুক্ত তার জন্য দায়ী আপনি।’’
বিচারপতিরা বলেছেন, ‘‘জামিন হওয়া উচিত কিনা নির্ভর করছে বিচারে তার প্রভাব কী হবে, তার ওপর। তবে এটিও দেখতে হবে যে অনন্তকাল বিচারাধীন বন্দি রাখা যায় না। তদন্তের কাজেও প্রভাব পড়বে কিনা আমাদের দেখতে হবে।’’
তদন্ত সংস্থা ইডি-কে বেঞ্চ বলেছে, ‘‘দু’বছর ধরে বন্দি। বিচার এবং বিচারাধীন বন্দিত্ব, দু’দিকে ভারসাম্য রক্ষা করতে হবে আদালতকে। আপনারা কী চাইছেন অপরাধ প্রমাণিত হলে শাস্তি যা হতে পারে তার অন্তত অর্ধেক মেয়াদ জেলে কাটালে তবে জামিন হবে?’’
২০২২’র জুলাইয়ে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে ইডি। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে মেলে বিপুল অর্থ। টাকা গোনার যন্ত্র আনতে হয় ইডি-কে।
গত এপ্রিলে কলকাতা হাইকোর্ট পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন নাকচ করে দেয়। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তিনি।
SC PARTHA CHATTERJEE
আপনি মন্ত্রী ছিলেন, লজ্জা পাওয়া উচিত, পার্থ চ্যাটার্জির জামিনের শুনানিতে সুপ্রিম কোর্ট
×
Comments :0