BOOK TOPIC — PRODOSH KUMAR BAGCHI | P. BAZOV — NATUNPATA | WEDNESDAY 17 JULY 2024

বইকথা — প্রদোষকুমার বাগচী | ছাগলের পায়ের খুরে আজও হীরে মানিক পাওয়া যায় | রূপোলী খুর : প. বাজোভ | নতুনপাতা — বুধবার ১৭ জুলাই ২০২৪

ছোটদের বিভাগ

BOOK TOPIC  PRODOSH KUMAR BAGCHI  P BAZOV  NATUNPATA  WEDNESDAY 17 JULY 2024

বইকথা 

ছাগলের পায়ের খুরে আজও হীরে মানিক পাওয়া যায়

প্রদোষকুমার বাগচী

নতুনপাতা 


তোমাদের জন্য এবার অন্য রকম একটা গল্পের বই নিয়ে কথা হবে। ছোট
বই। কয়েক পৃষ্ঠার। তাই বইটি পড়ে শেষ করতে তোমাদের বেশি সময় লাগবে
না। এমনিতে গল্পের তো নানান মজা। কিন্তু এই বইয়ের মজাই আলাদা।
তাছাড়া এত সুন্দর ছবি আছে দেখে চোখ জুড়িয়ে যায়। তোমাদের মন কেড়ে
নেবে ওই ছবিগুলি। এই গল্পে রয়েছে একজন দাদু। তার নাম ককভানিয়া,
একটি অনাথ মেয়ে যার নাম দারিয়াঙ্কা এবং একটি বেড়াল। দাদু ককভানিয়া
মেয়েটিকে পোষ্য নিয়েছিল। দাদু সুন্দর গল্প বলতে পারতো। অনাথ মেয়েটিকে
নিজের বাড়িতে আনার সময় সে তার নাম ধরে তাকে বলেছিল, দারিয়াঙ্কা,
তুমি কয়েকদিন আমার বাড়িতে থাকবে। তাতে অবাক হয়ে গেল দারিয়াঙ্কা।
ভাবতে লাগলো তার নাম এই বুড়ো লোকটি জানলো কি করে? তারপর সে ঐ
বুড়োকে বলল— তুমি কি করো। সে বলল, শিকার করি। গ্রীষ্মকালে বালি
ধুয়ে সোনা খুঁজি। আর শীতকালে বনে গিয়ে ছাগল খুঁজি। কিন্তু তার দেখা পাই
না।
মেয়েটি বলল— কেন, দেখা পেলে ওকে কি তুমি গুলি করবে?
বুড়ো বলে, না না। ওকে মারবো না। ওর সামনের ডান পা’টা কি করে ঝাপটায়
সেটা দেখতে চাই। ওই পা থেকে অনেক অলঙ্কার ঝরে পড়ে।
একথা বলে বুড়ো মেয়েটিকে সঙ্গে নিয়ে ওর বাড়ির পথে চলল। মেয়েটির
বুড়োকে ভালো লেগেছিল। সে তাকে দাদু বলে ডাকতে লাগল আর ছাগলের গল্প
শুনতে চাইলে। শেষে মেয়েটি বলল দাদু তোমার সঙ্গে যেতে পারি কিন্তু আমার
সঙ্গী এই বিল্লিটাকেও নিতে হবে। বেড়ালটা একেবারে রুগ্ন ছিল। কিন্তু

বিল্লিটা মেয়েটাকে ভালোবাসত। পায়ের কাছে এসে গড় গড় করতো আর
বলতো — এক্কেবারে ঠিক বলেছো।
বাড়িতে এসে মেয়েটি ছাগলের গল্প শুনল। ওর ডান পায়ের খুর নাকি রুপো দিয়ে
তৈরি। সেই পা’টা ঝাড়লে অনেক হীরে জহরত পড়ে। ওকে এখন দাদু খুঁজতে
যাবে। দাদু মেয়েটিকে আর বিড়াল টিকে রেখে ছাগল খুঁজতে চলে গেল। দুদিন
ধরে দাদু আসছে না। মেয়েটির মন খারাপ। দাদু কখন আসবে একথা ভাবতে
ভাবতে সেই মেয়েটি ওই ছাগলটাকে অনেক দুরে দেখতে পেল। তারপর ওর
বিল্লিটাও ওই ছাগলের কাছে চলে গেল। ওদের কত কথা। মেয়েটি খুব অবাক
হলো। আর ছাগলের যে কি পা ঝটকানি শুরু হলো! আর ওই পা থেকে কত হীরে
জহরত পড়তে লাগল। সমস্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়লো হীরে আর জহরত।
কিন্তু তারপর কি হলো?
সেই কথা জানতে হলে তোমাদের এবার বইটি পড়তেই হবে। বইয়ের নাম
রুপোলী খুর। লিখেছেন পি বাজোভ। অনুবাদ করেছেন রেখা চট্টোপাধ্যায়।
অলঙ্করণ করেছেন ম উস্পেনস্কায়া। এটি প্রথম এনবিএ সংস্করান। পাওয়া
যাবে ন্যাশনাল বুক এজেন্সিতে। দাম ২০ টাকা।

 

Comments :0

Login to leave a comment