NATUNPATA : BOOKTOPIC : BHABANIPRASAD MAZUMDAR : SOURAV DUTTA : 28 AUGHST 2024, WEDNESDAY

নতুনপাতা : বইকথা : সুনির্বাচিত‌ ছড়া : ভবানীপ্রসাদ মজুমদার–ছড়ার ছন্দে মন উড়ুক আনন্দে : সৌরভ দত্ত : ২৮ আগস্ট ২০২৪, বুধবার

ছোটদের বিভাগ

NATUNPATA  BOOKTOPIC  BHABANIPRASAD MAZUMDAR  SOURAV DUTTA  28 AUGHST 2024 WEDNESDAY

নতুনপাতা : বইকথা

সুনির্বাচিত‌ ছড়া : ভবানীপ্রসাদ মজুমদার–ছড়ার ছন্দে মন উড়ুক আনন্দে

সৌরভ দত্ত

সম্প্রতি প্রয়াত হয়েছেন বিশিষ্ট ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার। ছোটদের জন্য একটি সুন্দর ছড়ার সংকলন গ্রন্থটি। সহযাত্রী প্রকাশন থেকে প্রকাশিত এই ছড়ার বইটি শিশুদের আকর্ষণ করতে বাধ্য।ছড়ার ধন্দে অপরিসীম দক্ষতা ও অসংখ্য ছড়ার‌ মধ্যে থেকে‌ ছড়াকার নিজেই‌ নির্বাচন করছেন বইয়ের ছড়া গুলি।কবি বইটি উৎসর্গ করেছেন কবি ও সাহিত্যিক তরুণ সান্যালকে।বইয়ের প্রথম ছড়া–‘বঙ্কুখুঁড়োর বিদেশ ভ্রমণ ’ ।‘জাপান থেকে চা-পান সেরেই /রওনা হবো ‘চায়না’-তে/সেথায় নাকি ভবিষ্যতের/সব দেখা যায় আয়নাতে!’--ছড়ার অনুপম বুনোনে অদ্ভুত মিল বিন্যাস লক্ষ্য করা যায়।‘খেলার খবর, বেজায় জবর’ ছড়ার ভিতরে বিমিশ্রণ ঘটেছে অনেক ছোট ছোট ছড়ার। যেখানে স্থান পেয়েছে–
স্টেফি,বেকার,টাইসন,সানি, রিচার্ডস,হ্যাডলি, মারাদোনা,পেলে প্রমুখের উপর রচিত টুকরো টুকরো ছড়া। বইয়ের একটি সুন্দর ছড়া–‘দুর্গা এলেন বঙ্গে,পুত্র-কন্যা সঙ্গে ’ ।‘দুর্গা মা-কে বললে গণেশ-লক্ষ্মী-সুরো-কার্তিক/বঙ্গদেশের অবস্থা আজ খুব ভালো নয় আর্থিক।’ দুর্গাকে নিয়ে অসম্ভব ভালো ভালো কিছু ছড়া শিশুকিশোর উপযোগী যার মধ্যে অন্যতম ‘দুর্গা মা-কে খোলা-চিঠি’ যার কয়েকটি লাইন–‘মহিষাসুর আসে আসুক, লাগবে কাজে ওকে/লোডশেডিং যে ধরবে আলো ,করবে বাতাস তোকে!’‘মামার বুদ্ধি’ ছড়ায় ছড়াকার বলেছেন–‘মামা বললেন,নাও-নাও ,কেন হো মিছে মনমরা?/সবারই উচিত,যার যা ক্ষমতা অন্ধকে‌ দান করা!’‘ভূতের বুদ্ধি’ ছড়াটি বেশ মজাদার–‘কলকাতা কাল গিয়েছিলাম জরুরী‌ এক কাজে /‘তার’ ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে!’ভবানীপ্রসাদ মজুমদার এর ছড়ার নামকরণগুলি বেশ অদ্ভুত ‘করিম আলি বাজায় তালি’,‘খবর সাচ্চা,জবর বাচ্চা ’।বইয়ের শেষ ছড়া–‘ছাইভস্ম’।ছড়াটি এরকম ‘ডিম মানে ‘ডিম্ব’/নিম মানে ‘নিম্ব’/টিমটিমে মোমবাতি/নাম ‘মোমটিম্ব’। অসাধারণ সমস্ত ছড়ায় মুগ্ধতা তৈরি করে।

গ্রন্থ নাম–সুনির্বাচিত ছড়া
ছড়াকার–ভবানীপ্রসাদ মজুমদার 
প্রকাশন–সহযাত্রী

Comments :0

Login to leave a comment